‘আইপিএলে লিটনের বসে থাকা দেখতে ভালো লাগে না’
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) বাংলাদেশ থেকে খেলছেন দুই জন ক্রিকেটার। এর মধ্যে একজন লিটন দাস অন্যজন মুস্তাফিজুর রহমান। তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন না দুজনের কেউই। অবশ্য মুস্তাফিজ চলতি আসরে দুই ম্যাচ খেললেও লিটন খেলেছেন কেবল ১ ম্যাচ। একাদশে সুযোগ না পাওয়ায় লিটনকে কাটাতে হচ্ছে সাইড বেঞ্চে বসেই। তবে বিসিবি পরিচালক খালেদ মাজমুদ সুজন মনে করেন সুযোগ পেলে লিটন নিজেকে মেলে ধরবে।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সে সময় লিটনের আইপিএল প্রসঙ্গ আসলে তিনি বলেন, 'কষ্টের জায়গা তো অবশ্যই। লিটন যে মানের খেলোয়াড় সে জায়গা থেকে...ওর জন্যও চাপের ম্যাচ ছিল। যত বড় খেলোয়াড়ই হোক আইপিএলে তার প্রথম ম্যাচ। চাপের ব্যাপার তো ছিলই। আশা করেছিলাম আবার সুযোগ পাবে। আমরা জানি সুযোগ পেলে সে নিজেকে মেলে ধরতে পারবে, সে ওই মানের খেলোয়াড়ই।'
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাজে ফর্ম ছাড়াও যে কারণে লিটনকে বাদ দিল কলকাতা
তবে লিটনের এমন বসে থাকা ভালো লাগছে না সুজনের কাছে, 'এটা বাংলাদেশ বলেই কি না বা অন্য কোনো কারণ কি না সেটা আমি জানি না। কম্বিনেশনের ব্যাপারও থাকতে পারে। এখন যে ছেলেটা ওপেন করছে, কিপিং করছে ওদের লোকাল। হয়তো এ কারণে একজন বিদেশি বেশি নিয়ে নামতে পারছে তারা। আশা করি লিটন আবার সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরতে পারবে। কিন্তু কষ্টের জায়গাতো অবশ্যই। লিটন বসে আছে দেখতে ভালো লাগে না সত্যি কথা।'
এসএইচ/এফআই