জায়গা ধরে রাখতে শাদাবকে যে পরামর্শ দিলেন আফ্রিদি
সর্বশেষ দুই সিরিজে খুব একটা সুবিধা করতে পারেননি শাদাব খান। বাজে পারফরম্যান্সের কারণে একাদশে তার জায়গা নিয়েই প্রশ্ন ওঠছে। ধারবাহিক হতে এবার শাদাবকে পরামর্শ দিয়েছেন শহিদ আফ্রিদি।
সাবেক এই পাকিস্তানি অধিনায়ক মনে করেন ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিতে গিয়েই খেই হারিয়ে ফেলছেন শাদাব। দলে টিকে থাকতে তার বোলিংয়ে উন্নতির বিকল্প দেখছেন না তিনি।
বিজ্ঞাপন
আফ্রিদি বলেন, 'শাদাব মিডল ওভারগুলোতে দারুণ পারফর্ম করে থাকে। কিন্তু বাঁহাতিদের বেলায় সে অনেক ভুগছে। তার বোলিংয়ে মনোযোগ দেয়া গুরুত্বপূর্ণ। কারণ এটাই তার সামর্থ্য। ব্যাটার হিসেবে তার কিছুটা পিছিয়ে থাকা উচিত। দিনশেষে শাদাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোলিংয়ে উন্নতি করে দলে জায়গা ধরে রাখা।'
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে শাদাবের সমালোচনা করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজমও। তিনি বলেছিলেন, 'ফেলে দেওয়া ক্যাচ আমাদের সমস্যায় ফেলে দেয়। ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারত। কিন্তু চাপম্যান ম্যাচ হারিয়ে দিয়ে যায়। এটা বড় ভুল। শাদাব অতীতে অনেক ভালো পারফরম্যান্স করেছে। যদি একটি সিরিজে তাঁর পারফরম্যান্স ভালো না হয়, তাহলে তাতে বিশেষ কিছু পরিবর্তন হয় না। আমরা তাকে সমর্থন করছি। ও খুব তাড়াতাড়ি ভালো পারফর্ম করবে বলে আশা করছি।'
এইচজেএস