‘বাবর জানে না কীভাবে অধিনায়কত্ব করতে হয়’
বাবর আজমের পারফরম্যান্স নিয়ে কেউ কখনও প্রশ্ন তুলতে পারেনি, তবে বেশ কয়েকবারই সমালোচিত হয়েছেন নেতৃত্বের কারণে। বাবরের অধিনায়কত্ব নিয়ে এবার কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল।
এমনকি কখন কোন বোলারকে কাজে লাগাতে হবে সেটাও নাকি জানেন না বাবর। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারের পর বাবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আকমল। এই হারের দায় বাবরকেই দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আকমল বলেন, 'তাদের ভুলের কথা বললে, তারা আমাদের সমালোচনা করে এবং দোষারোপ করে। কিন্তু আমাদের মনোযোগ তাদের অধিনায়কত্বের দিকে, তাদের পারফরম্যান্সের দিকে নয়। আমরা তাদের সক্ষমতার প্রতি অন্ধ নই। চার বছর পরও সে (বাবর আজম) জানে না কীভাবে অধিনায়কত্ব করতে হয়।'
বাবরের বোলিং পরিবর্তনের ক্ষমতার সমালোচনা করে তিনি বলেন, 'এমনকি সে এটাও জানে না কখন কোন বোলারকে বল দিতে হবে। এতে অবাক হওয়ার কিছু নেই যখন একই ভুল বারবার করতে থাকে এবং দল হেরে যায়। আমরা আমাদের ভুলগুলো নিয়ন্ত্রণ করতে পারিনি এবং এ কারণেই হারতে হয়েছে।'
এইচজেএস