ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরপরই শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর লম্বা সময় ধরে আইপিএল খেলার পর লাল বলের ক্রিকেটে মানিয়ে নেওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কষ্টসাধ্য কাজ। তাই আইপিএলের শেষ অংশ থেকে বিরতি নিতে রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।

লাল বলের ক্রিকেটে বিশ্বসেরার এই লড়াইয়ের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারত। এই ম্যাচকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা করতেও শুরু করেছে দুই দল। ভারত দলের পরিকল্পনার অনেকটা জুড়েই থাকবেন রোহিত। ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে ভারতের অধিনায়ককে। 

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, ‘(মুম্বাই ইন্ডিয়ান্সের) ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই আমি। সত্যি বলতে, আমি বলব রোহিতও যেন আপাতত কিছুদিনের জন্য বিরতি নেয় এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখে। প্রয়োজনে আইপিএলের শেষ দিকে কয়েক ম্যাচের জন্য ফিরতে পারে। তবে এই মুহূর্তে তার উচিত, নিজে কিছুটা স্বস্তির ফুরসত খুঁজে নেওয়া।’

‘তাকে কিছুটা শ্রান্ত ও আনমনা মনে হচ্ছে। হতে পারে, এই পর্যায়ে সে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা ভাবছে… জানি না। তবে আমি বিশ্বাস করি, এই মুহূর্তে তার কিছুটা বিশ্রাম প্রয়োজন। এরপর সে শেষ তিন-চার ম্যাচের জন্য ফিরতে পারে, যেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ছন্দ খুঁজে পায়।’-আরও যোগ করেন তিনি।