তিন ব্যাটারের ঝড়ে দুইশ পার করল গুজরাট
ধীরগতিতে শুরুর পর শেষদিকে রীতিমতো ব্যাটিংয়ে তাণ্ডব দেখিয়েছে আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শুভমান গিলের অর্ধশতকের পর টর্নেডো ইনিংস খেলেছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার ও স্থানীয় অভিনব মনোহর। তাদের সামনে মুম্বাইয়ের বোলাররা পাওয়ার প্লে’র পর আর কোনো পাত্তাই পায়নি। ফলে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে গুজরাট ২০৭ রান সংগ্রহ করেছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) আহমেদাবাদে নিজেদের মাঠে মুম্বাইকে আতিথ্য দেয় হার্দিক পান্ডিয়ার গুজরাট। আগে ব্যাট করতে নেমে শুরুতে বেশ চাপেই ছিল স্বাগতিকরা। তবে ঘুরে দাঁড়াতে তারা মোটেও সময় নেয়নি। শেষ পাঁচ ওভারে বোলারদের তুলোধুনো করে গুজরাট তোলে ৭৭ রান।
বিজ্ঞাপন
এদিন প্রথম ওভারে মাত্র ৪ রান দেন শচীন টেন্ডুলকারপুত্র অর্জুন টেন্ডুলকার। নিজের দ্বিতীয় ওভার বল করতে এসেই তিনি তুলে নেন ঋদ্ধিমান সাহার উইকেট। অর্জুনের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে গ্লাভসে লেগে বল উইকেটকিপারের হাতে আটকে পড়ে। আম্পায়ার আউট দিলে ঋদ্ধি রিভিউ নেন। তাতে অবশ্য লাভ হয়নি। দেখা যায়, সূক্ষ্মভাবে বল তার গ্লাভস স্পর্শ করেছে। তবে অর্জুন ম্যাচে মাত্র দুই ওভার বল করেছেন। তাকে পায়ের পেশিতে টান পড়ায় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। সম্ভব সেই কারণে তাকে আর বল করাননি মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে, শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় দলের হাল ধরতে আগে নেমে পড়েন অধিনায়ক পান্ডিয়া। এরপর ক্যামেরন গ্রিনের এক ওভারেই আসে ১৭ রান। তবে ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। ১৪ বলে ১৩ রান করেই পীযূষ চাওলার বলে তালুবন্দী হয়ে ফিরে যান। তারপর দ্রুতই ফিরে যান বিজয় শঙ্করও। তার উইকেটও লেগ-স্পিনার চাওলার দখলে।
মাঝে কুমার কার্তিকেয়ার একটি ওভার বাদ দিয়ে গুজরাটের রান তোলার গতি কমে গিয়েছিল। তবে অভিনব মনোহর ক্রিজে আসার পর থেকে রানের গতি বেড়ে যায়। এর মাঝেই ৩৪ বলে ৫৬ রান করে আউট হয়ে যান শুভমান। তবে সেই চাপ সামলে মনোহর এবং ডেভিড মিলার মিলে মুম্বাই বোলারদের ওপর চড়ি ঘোরাতে থাকেন। আউট হওয়া আগে মনোহর ঝড়ে ২১ বলে আসে ৪২ রান। ততক্ষণে মিলারের সঙ্গে ৭১ রানের জুটি গড়া হয়ে গিয়েছে।
এরপর ক্রিজে এসেই রাহুল তেওতিয়া প্রথম বলে ছয় মারেন। উল্টো দিকে আগ্রাসী খেলা চালিয়ে যান মিলারও। তাদের দাপটে দুশো পেরিয়ে যায় গুজরাটের ইনিংস। মিলার করেন ২২ বলে ৪৬ রান।
অন্যদিকে মুম্বাইয়ের হয়ে চাওলা দুটি এবং অর্জুন, রিলি মেরেডিথ, কার্তিকেয়া ও জেসন বেহরেনডর্ফ নিয়েছেন একটি করে উইকেট।
এএইচএস