শচীনের সম্মানে এবার আরেকটি মাঠে নামফলক
জীবনের ৫০তম বসন্তে পা দিয়েছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নিলেও মাঠে তার নৈপুণ্য ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। সোমবার (২৪ এপ্রিল) তার সম্মানে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি) একটি ফটকের নামকরণ করে। শচীনের সঙ্গে ওই নামফলকে রয়েছে উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার নামও। কেবল সিডনিই নয়, শচীনকে আরও একটি সম্মাননা ফলক উপহার দিয়েছে দুবাইয়ের শারজাহ স্টেডিয়াম।
শচীনের ৫০তম জন্মদিনে শারজায় খেলা তার এক অসাধারণ ইনিংসেরও ২৫ বছর পূর্ণ হয়েছে। ১৯৯৮ সালের ২২ এপ্রিল শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলেন। পরে কোকাকোলা কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৪ রানেরও আরেকটি ইনিংস উপহার দেন শচীন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> লারা-শচীনের সম্মানে ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্যোগ
বিশেষ দুটি পূর্তিতে শচীনের নামে শারজাহ স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। মাঠের পশ্চিম স্ট্যান্ডের নাম এখন ‘শচীন টেন্ডুলকার স্ট্যান্ড’। দুবাইয়ের এই স্টেডিয়ামটি গিনেস বুকে একটি রেকর্ড নিয়ে উজ্জ্বলভাবে অবস্থান করছে। কারণ সেখানে অনুষ্ঠিত হয়েছে সর্বোচ্চ ২৪৪টি ওয়ানডে ম্যাচ। যেকোনো ভেন্যুতে এর বেশি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সেই ভেন্যুতে এবার ভারতীয় লিটল মাস্টারের নামও দেখা যাবে।
— Sharjah Cricket Stadium (@sharjahstadium) April 24, 2023
শারজায় এমন সম্মান পেয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন শচীন, ‘ওখানে থাকতে পারলে ভাল লাগত। কিন্তু আমি একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি আগে থেকেই। শারজায় খেলা আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। সেখানে যে ভালবাসা ও সমর্থন ভারতীয় ক্রিকেটাররা পেয়েছে সেটা অতুলনীয়। সেখানে অনেক ভাল স্মৃতি রয়েছে। আমার ৫০তম জন্মদিন এবং সেই ইনিংসের ২৫ বছর উপলক্ষে এমন সম্মান পেয়ে আমি গর্বিত।’
আরও পড়ুন >> শচীনের জন্মদিনে অভিনব কায়দায় শেবাগের শুভেচ্ছা
ওডিআই ফরম্যাটে ৪৯টি সেঞ্চুরি করেছেন শচীন। মোট ৩৪টি স্টেডিয়ামে এসব ম্যাজিক ফিগার এসেছে। তার মধ্যে শারজাতেই রয়েছে সাতটি। সেই প্রসঙ্গে শারজাহ স্টেডিয়ামের সিইও খালাফ বুখাতির বলেন, ‘আমরা শচীনকে সম্মান জানাতে চেয়েছি। ক্রিকেটের জন্য তিনি যা করেছেন, সেটার পাশে আমাদের এই সম্মান খুবই ছোট। দুর্দান্ত সব ইনিংস খেলেছেন শচীন। আমরা সব সময় চেষ্টা করেছি কোনও ক্রিকেটার অবসর নেওয়ার পর তাকে এই মাঠের তরফে সম্মান জানাতে। আগামী দিনেও আমরা এটা করব।’
এএইচএস