দিল্লির একাদশে ফের জায়গা হয়নি মুস্তাফিজের
টানা পাঁচ হারের পর প্রথম জয়ের দেখা পায় মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। যদিও সেই ম্যাচের একাদশে ছিলেন এই টাইগার পেসার। তবে তাদের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে প্রথমবারের মতো আরেক টাইগার ক্রিকেটার লিটন দাস সুযোগ পেয়েছিলেন। তবে তার অভিষেক ছিল হতাশাপূর্ণ। সেই ম্যাচের আজ (২৪ এপ্রিল) আবারও মাঠে নেমেছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষের এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি বাংলার কাটার-মাস্টারের।
এদিন হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এখন পর্যন্ত আসরের মাত্র একটি ম্যাচে জয় পাওয়া দিল্লি পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি জেতা হায়দরাবাদের অবস্থান এক ধাপ ওপরে।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি বলল ‘আগুন আসছে’
এর আগে মাত্র দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। তবে সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেননি। ডেথ ওভারে দলের জন্য প্রয়োজনীয় অবদান রাখতে না পারায় একাদশ থেকে তার ছিটকে যাওয়া প্রায় নিশ্চিতই ছিল। সুযোগ পাওয়া প্রথম ম্যাচে নির্ধারিত চার ওভারে ফিজ খরচা করেন ৩৮ রান। এর পরের ম্যাচে আরও খরুচে মুস্তাফিজের দেখা মেলে। মাত্র ৩ ওভারে তিনি ৪১ রান দেন। এরপর থেকে ডাগআউটে বসেই কাটাচ্ছেন এই বাঁ-হাতি পেসার।
হায়দরাবাদের বিপক্ষে এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে দিল্লি। ফর্মহীন পৃথ্বী শ’র পরিবর্তে সরফরাজ খান এবং ললিত যাদবের জায়গায় এসেছেন রিপাল প্যাটেল।
আরও পড়ুন >> মুস্তাফিজদের প্রথম জয়ের পর যা বলছেন গাঙ্গুলি
হায়দরাবাদ একাদশ :
মায়াঙ্ক আগারওয়াল, হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, অ্যাইডেন মারক্রাম, অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মারকান্দে, উমরান মালিক ও টি নাতারাজন।
দিল্লি একাদশ :
ডেভিড ওয়ার্নার, পিল সল্ট, মিচেল মার্শ, সরফরাজ খান, মনিশ পান্ডে, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, আমান খান, আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মা।
এসএইচ/এএইচএস