লিটনকে একাদশে রাখা নিয়ে যা বলছেন আকাশ
লিটন দাস বাংলাদেশের সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটারদের একজন। দেশের মাটিতে সিরিজ শেষ করে তিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্স শিবিরে অবস্থান করছেন। দুই ম্যাচের প্রতীক্ষা শেষে কলকাতার তৃতীয় ম্যাচে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারা লিটনের সামনে আজ (২২ এপ্রিল) আরেকটি ম্যাচ। ঘণ্টাখানেক পরই আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা চেন্নাইয়ের মুখোমুখি হবে কেকেআর। সেই ম্যাচের আগে কেকেআরের একাদশ নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ করেছেন দেশটির ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত সেই ভিডিওতে আকাশ লিটনকে নিয়েও কথা বলেছেন। তার মতে, আগের ম্যাচে আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠানো ছিল ভুল সিদ্ধান্ত। এছাড়া লিটন দাসকে বাদ দিয়ে একজন বিদেশি পেসার নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আকাশ চোপড়া বলছেন, ‘কলকাতা এরই মধ্যে অনেকগুলো পরিবর্তন এনে ফেলেছে। তারা কি আরও পরিবর্তন আনবে? আমরা সত্যিই জানি না। নতুন ওপেনিং জুটি লিটন দাস ও জেসন রয়কে নিয়েছে দলটি। কিন্তু আপনার একাদশে একজন বিদেশি পেসার দরকার। লুকি লার্গুসন নয়তো টিম সাউদিকে খেলানো উচিত।’
আরও পড়ুন >> কোথাও নেই লিটন, কেকেআরের একাদশে থাকবেন?
তিনি বলেছেন, ‘সেজন্য আপনাকে একজন বিদেশি ব্যাটার বাদ দিতে হবে। কেবল লিটন দাসই একাদশের বাইরে যেতে পারে এবং জগাদিশন তার জায়গায় খেলতে পারে। কারণ গত ম্যাচে জেসন রয় রান করেছেন। বেঙ্কটেশ এবং নীতিশ রানার থেকে রান প্রত্যাশা করা যেতে পারে। কারণ উইকেট তাদের ব্যাটিং স্টাইলের সঙ্গে যুতসই। আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠাবেন না।’
এর আগের ম্যাচে অভিষেক ম্যাচের প্রথম বলেই ইশান্ত শর্মাকে দারুণ ড্রাইভে লিটন অফসাইডে বাউন্ডারি হাঁকান। এরপর তিনি খেলছিলেন দেখে-শুনে। কিন্তু বাউন্সি বলে খেলতে গিয়ে লিটন ক্যাচ তুলে দেন। শেষ পর্যন্ত ৪ বলে ৪ রানে থামে আইপিএলে লিটনের প্রথম ইনিংস। লিটনের ব্যাটিং ব্যর্থতার দিনে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটিং লাইন-আপও। গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। ফলে সেই রানের সামনে কলকাতার ডিফেন্ড করা বেশ কষ্টসাধ্য হয়ে ওঠে। যদিও বোলাররা কিছুটা লড়াই জমিয়ে তোলেন।
আরও পড়ুন >> মন বলছে লিটনকে খেলাও : আকাশ চোপড়া
তবে লিটন বড় হতাশার দৃশ্য উপহার দিয়েছেন উইকেটকিপিংয়ে। দিল্লির বিপক্ষে সুযোগ মিসের মহড়ায় রীতিমতো কেকেআর সমর্থকদের রোষানলে পড়েছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। তার কারণে অন্তত দুটি উইকেট হাতছাড়া হয়ে যায় কেকেআরের। আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে বসিয়ে ওই ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া হয়।
আবার বিদেশি কোটায় সর্বশেষ ম্যাচে দুই ব্যাটার ও দুই অলরাউন্ডার খেলিয়েছে কলকাতা। রাসেলকে তারা লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করায়। রাসেলের ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৮ রানের ইনিংস। বিষয়টি মোটেও ভালো চোখে দেখছেন না দেশটির সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
এএইচএস