টানা হারের ধাক্কা সামলানোর আগে দিল্লি ক্যাপিটালস বড় দুঃসংবাদ পায়। মুস্তাফিজুর রহমানের সতীর্থদের ব্যাট-প্যাডসহ মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে যায় তাদের ব্যাগ থেকে। তবে এরপর মাঠে কলকাতার বিপক্ষে মাঠে নেমেই দলটি আসরের প্রথম জয় পায়। এরপর  অবশ্য নিজেদের খোয়া যাওয়া সেসব সরঞ্জামও ফিরে পেয়েছেন ডেভিড ওয়ার্নাররা। এবার জানা গেল তাদের ব্যাট-প্যাড চুরির কারণ। চুরির ঘটনায় দুই ট্রাকচালককে আটক করেছে দিল্লি পুলিশ।

এর আগে শুক্রবার (২১ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রিকেট সরঞ্জামগুলো উদ্ধার কথা জানান দিল্লি অধিনায়ক ওয়ার্নার। সেখানে জানিয়েছিলেন, ‘তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) অপরাধীদের ধরেছে। ক্রিকেটারদের চুরি হওয়া অধিকাংশ জিনিসই পাওয়া গেছে। এখনও কিছু জিনিস মিসিং আছে, তবুও আপনাদের ধন্যবাদ।’

আরও পড়ুন >> মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি বলল ‘আগুন আসছে’

এদিকে, ক্রিকেটারদের প্রয়োজনীয় এসব জিনিস বিক্রি কিংবা এমন কোনো উদ্দেশ্যে নয়, খেলার জন্যই ওয়ার্নারদের ব্যাট চুরি করেছিলেন বলে দাবি করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। তবে কাদের ব্যাট চুরি করেছেন, সে সম্পর্কে ধারণা ছিল না বলে তারা জানিয়েছেন।

উদ্ধার হওয়া সরঞ্জাম

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ঘটনায় আটক করা দুজন হলেন ৩০ বছর বয়সী ট্রাকচালক এম চেলুভারাজু ও সহকারী ৩০ বছর বয়সী সুদানশু কুমার। তবে টাকার জন্য ওয়ার্নারদের ব্যাট চুরি করেননি বলে দাবি করেছেন দুজন। সেসব বিক্রি করার কোনো পরিকল্পনাও নাকি ছিল না তাদের। তারা সেসব নিয়েছিলেন খেলার উদ্দেশ্যেই!

আরও জানা গেছে, ১২টি ব্যাটের সঙ্গে পুলিশ ১৮টি বল, চার জোড়া গ্লাভস, দুটি হেলমেট, তিন জোড়া পায়ের প্যাড, দুই জোড়া থাই প্যাড, একটি অ্যাবডমিনাল গার্ড ও একটি ব্যাগ উদ্ধার করেছে। সব মিলিয়ে এসব সরঞ্জামের দাম প্রায় ১৬ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ। আপাতত সরঞ্জামগুলো পুলিশ হেফাজতে আছে, আদালতের মাধ্যমে ওয়ার্নারদের ফিরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন >> মুস্তাফিজদের ব্যাট-প্যাডসহ চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার

পুলিশের এক তদন্তকারী কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়দের সরঞ্জাম বহনকারী ট্রাকটি চালাচ্ছিলেন অভিযুক্ত চেলুভারাজু। তবে বিমানবন্দরের কার্যক্রম শুরু হওয়ার আগেই ৪০ মিনিট থেমে ছিল সেটি। পরে চেলুভারাজু ও তার সহকারীকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চুরির তথ্য। দুজন একটা নির্দিষ্ট জায়গায় ট্রাক থামিয়ে বেশ কয়েকটি ব্যাগ খুলে জিনিসপত্র বের করে নেন বলে স্বীকার করেন।

এর আগে ১৫ এপ্রিল বিরাট কোহলিদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলেছিল দিল্লি। এরপর দিল্লিতে ফিরে এসে ক্রিকেটাররা নিজেদের ব্যাগ বুঝে পাওয়ার পর সরঞ্জাম চুরির বিষয়টি বুঝতে পারেন। সেই সময় দলের পক্ষ থেকে জানা যায়, মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি ইয়াশ ধুলের। আরও অনেক ক্রিকেটারের জুতা, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গেছে।

এএইচএস