দুই ম্যাচ ডাগআউটে কাটানোর পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পান লিটন দাস। কিন্তু সেই সুযোগ তিনি হেলায় নষ্ট করেছেন। ঠিক হেলায় নয়, প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক পেয়ে মাঠে নামতে মুখিয়ে ছিলেন এই টাইগার ওপেনার। জাতীয় দল থেকে ছাড়পত্র নিয়ে নাটকীয়তা এবং কেকেআরে যোগ দেওয়ার পর থেকে লিটনকে নিয়ে দলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। যা লিটনকে বাড়তি চাপে ফেলে বলে অনুমান করাই যায়! তাই হয়তো বাজেভাবে আইপিএল অভিষেক হলো এই ক্লাসিক ব্যাটারের! 

তবে এতেই সেই গল্পের শেষে হতে পারতো। নিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে আউট হয়ে শুরুটা মোটেও ভালো হয়নি। আরও বড় হতাশার দৃশ্য তিনি উপহার দিয়েছেন উইকেটকিপিংয়ে। দিল্লির বিপক্ষে সুযোগ মিসের মহড়ায় রীতিমতো কেকেআর সমর্থকদের রোষানলে পড়েছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। সংবাদমাধ্যমেও খলনায়কের ভূমিকায় দেখানো হয় তার নাম। এরপর কেকেআরের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের কোথাওই নেই লিটন। দলের অনুশীলন কিংবা অন্যান্য বিজ্ঞাপনী প্রচারণায় এই বাংলাদেশি ক্রিকেটারের ছিটেফোঁটাও দেখা মেলেনি।

আরও পড়ুন >> দুঃস্বপ্নের অভিষেকে সমর্থকদের তোপের মুখে লিটন

আইপিএল অভিষেক ম্যাচের প্রথম বলেই ইশান্ত শর্মাকে দারুণ ড্রাইভে লিটন অফসাইডে বাউন্ডারি হাঁকান। এরপর তিনি খেলছিলেন দেখে-শুনে। কিন্তু বাউন্সি বলে খেলতে গিয়ে লিটন ক্যাচ তুলে দেন। শেষ পর্যন্ত ৪ বলে ৪ রানে থামে আইপিএলে লিটনের প্রথম ইনিংস। লিটনের ব্যাটিং ব্যর্থতার দিনে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটিং লাইন-আপও। গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। স্বল্প পুঁজি নিয়েও ম্যাচটা জমিয়ে ফেলেছিলেন কলকাতার বোলাররা। এদিন আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে বসিয়ে লিটনকে সুযোগ দেওয়া হয়। যদিও সুযোগ কাজে লাগাতে পারেননি মোটেও। এদিন দু’টি সহজতম স্টাম্পিংয়ের সুযোগ মিস করে বসেন লিটন।

এরপরই কেকেআর সমর্থকদের মন্তব্য, ‘বাজে ব্যাটিং মেনে নেওয়া যায় কিন্তু স্টাম্পিং মিস মানা যায় না’, ‘লিটন যেন আর কেকেআরে খেলার সুযোগ না পায়।’ অনেকেই তাকে নিয়ে আরও উগ্রতা দেখিয়েছেন। বলেছেন, তখনই যেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন >> দলে সুযোগ পাচ্ছেন না, যে বার্তা দিলেন লিটন

তবে লিটনের ক্রিকেট ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতি এবারই নতুন নয়। জাতীয় দলের হয়েও তিনি মুখোমুখি হয়েছেন বাজে দুঃস্বপ্নের। সে সময় কত তীর্যক মন্তব্য ও সমালোচনা সামলে লিটন নিজের জাত চিনিয়েছেন। ফলে সাম্প্রতিককালে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন হয়ে ওঠেন এই উইকেটরক্ষক ব্যাটার। আইপিএলে একমাত্র ম্যাচেই তিনি যে সমালোচনার মুখোমুখি হয়েছেন, তার জন্য অন্তত আরও এক ম্যাচ সুযোগ পেতেই পারেন লিটন। যার বদলে তিনি দলে ঢুকেছেন, সেই রহমানউল্লাহ গুরবাজেরও যে সাম্প্রতিক ফর্ম মোটেও ভালো নয়। 

অন্যদিকে, লিটনের সঙ্গে আইপিএলের এবারের আসরে প্রথম খেলতে নেমেছিলেন জেসন রয়। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে তিনি ৩৯ বলে ৪৩ রান করেছিলেন। তাই তিনি আজ (২৩ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষের একাদশে থাকবেন, সেটি অনেকটাই নিশ্চিত। একইসঙ্গে কলকাতার ওপেনিং সমস্যার সমাধানে লিটনকে আরেকটি সুযোগ দিতেই পারে টিম ম্যানেজমেন্ট! রাত ৮টায় শুরু হবে আসরে কেকেআরের ষষ্ঠ ম্যাচটি।

এএইচএস