সাকিবের ঈদ মাগুরায়, বগুড়ায় মুশফিক
আজ (২২ এপ্রিল) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবারের সঙ্গেই দেশের অধিকাংশ ক্রিকেটার বিশেষ এই দিনটি পালন করছেন। ঈদের আগে মুশফিকুর রহিম ছুটে গিয়েছেন নিজ জন্মভূমি বগুড়াতে। ঈদগাহ থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। এরপর দোয়া চেয়েছেন বাংলাদেশ দল ও আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য। অন্যদিকে সাকিবের মাগুরায় ছুটে যাওয়ার খবর আগেই জানা যায়। তিনিও নামাজ শেষে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
গুঞ্জন ছিল আসন্ন ঈদুল ফিতরে তিনি পরিবারের সঙ্গে কাটাতে আমেরিকায় পাড়ি দেবেন। তবে এবারের ঈদ বাবা-মায়ের সঙ্গে জন্মস্থান মাগুরাতেই কাটাচ্ছেন বাংলার এই পোস্টার বয়। কয়েকদিন পর পরিবারের সঙ্গে যোগ দিতে সাকিবের যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
অনেকদিন জাতীয় দলে অনুপস্থিত পেসার রুবেল হোসেন ছুটে গিয়েছেন বাগেরহাটে। পরিবার নিয়ে সেখানেই করছেন ঈদ উদযাপন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষে সর্বোচ্চ রান করেছেন ওপেনার নাঈম শেখ। ডিপিএলের বিরতি ও ঈদ উপলক্ষ্যে নিজ জেলা ফরিদপুরে গিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। পেসার শরিফুল ইসলাম গিয়েছেন পঞ্চগড়ে পরিবারের কাছে। আরেক পেসার এবাদত হোসেন ঈদ পালন করছেন নিজ জেলা সিলেটে।
এসএইচ/এএইচএস