বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র সাওয়াল মাসের চাঁদ। ফলে আগামীকাল (২২ এপ্রিল) সারা দেশব্যাপী পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ২৯ দিন সিয়াম সাধনার পর শুরু হয়েছে ঈদের আমেজ। চাঁদ রাত নিয়েই আনন্দে আত্মহারা কেউ কেউ। ছোটবেলায় পার করে আসা সময়ের মতো এখনও একইরকম আনন্দে মেতে ওঠেন সবাই। জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহীদ হৃদয়ের কাছেও চাঁদ রাত সেই আগের মতোই আছে।

ছোট বেলার মতো এখনও তার কাছে সবকিছুই নরমাল। আজকের চাঁদ রাত নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে হৃদয় বলছেন, ‘আমার কাছে ঈদের আনন্দ আগের মতো একই মনে হয়। কারণ আগেও এদিন যেমন মজা করতাম, এখনও তেমনই করি। একই রকম থাকার চেষ্টা করি।’

আরও পড়ুন >> সৌদি আরবে পরিবারসহ মাশরাফির ঈদ উদযাপন

চাঁদ রাত নিয়ে কোনো মজার স্মৃতির কথা এড়িয়ে হৃদয় পরিবার নিয়ে সময়টা উপভোগ করার কথা জানান, ‘পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছি, এটাই এখন স্পেশাল সময়।’

চলতি বছরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে  প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন হৃদয়। এরপর খেলেছেন টি-টোয়েন্টি ম্যাচেও। দলে ডাক পেয়ে রান করছেন চাহিদা মতোই। সে কারণে এই ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে ডাক পাওয়ার পর এবারের ঈদে বিশেষ কিনা। এমন প্রশ্নে হৃদয়ের জবাব, ‘না এরকম কিছু নয়। সবসময় একইরকম থাকতে চাই, সবকিছুই নরমাল আছে। আগেও যে রকম মনে হত, এখনও সেই আগের মতোই।’

আরও পড়ুন >> ঈদ করতে মাগুরায় সাকিব

ঈদের দিনের পরিকল্পনার বিষয়ে হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত কোনো পরিকল্পনা করিনি। তবে দেখা যাক কি হয়। এই দিনে অবশ্যই সেমাই আমার পছন্দের খাবার।’

এসএইচ/এএইচএস