রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ম্যাচ শেষে ফেরার পর ব্যাট, প্যাডসহ অন্যান্য ক্রিকেট সরঞ্জাম চুরি হওয়ার কথা জানিয়েছিল দিল্লি ক্যাপিটালস। খোয়া যাওয়া সেসব সরঞ্জামের অধিকাংশই পাওয়া গেছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

শুক্রবার (২১ এপ্রিল) ইনস্টাগ্রামে শেয়ার দেওয়া এক স্টোরিতে তিনি এ কথা জানান। উদ্ধার হওয়া সরঞ্জামের সঙ্গে তিনি লেখেন, ‘তারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) অপরাধীদের ধরেছে। ক্রিকেটারদের চুরি হওয়া অধিকাংশ জিনিসই পাওয়া গেছে। এখনও কিছু জিনিস মিসিং আছে, তবুও আপনাদের ধন্যবাদ।’

দিল্লি অধিনায়ক ওয়ার্নারের ইনস্টাগ্রাম স্টোরি

গতকাল (বৃহস্পতিবার) আইপিএলের চলমান ১৬তম আসরে প্রথম জয় পায় দিল্লি। এর আগে তারা টানা ৫টি ম্যাচে হার দেখেছে। মুস্তাফিজুর রহমানকে ছাড়াই গতকাল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় ওয়ার্নারের দিল্লি। সেই ম্যাচে হতাশাজনক অভিষেক হয় টাইগার ব্যাটার লিটন দাসের। মাত্র ৪ রানে আউট হওয়ার পর তিনি উইকেটকিপিংয়েও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। কয়েকটি সুযোগ মিস করায় তাকে নিয়ে রীতিমতো খুল্লামখুল্লা সমালোচনায় মেতেছে কেকেআর সমর্থকরা।

আরও পড়ুন >> মুস্তাফিজদের প্রথম জয়ের পর যা বলছেন গাঙ্গুলি

এর আগে শনিবার (১৫ এপ্রিল) বিরাট কোহলিদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলেছিল দিল্লি। এরপর দিল্লিতে ফিরে এসে ক্রিকেটাররা নিজেদের ব্যাগ বুঝে পাওয়ার পর সরঞ্জাম চুরির বিষয়টি বুঝতে পারেন। সেই সময় দলের পক্ষ থেকে জানা যায়, মোট ১৬টি ব্যাট চুরি হয়েছে। এর মধ্যে তিনটি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের, দু’টি মিচেল মার্শের, তিনটি ফিল সল্টের এবং পাঁচটি ইয়াশ ধুলের। আরও অনেক ক্রিকেটারের জুতা, গ্লাভস এবং অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম খোয়া গেছে।

প্রত্যেকেই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর বুঝতে পারে চুরির বিষয়টি। ওরা আরও অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে, প্রায় সবারই কিছু না কিছু খোয়া গেছে। সঙ্গে সঙ্গে লজিস্টিক্স বিভাগ, পুলিশ এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে দিল্লি। এরপরই এ নিয়ে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

এএইচএস