টুইটারের ‘ব্লু টিক’ হারালেন রোনালদো-কোহলিরা
ঘুম থেকে ওঠে টুইটারে ঢু মারার পর চোখ কপালে ওঠারই কথা ক্রিশ্চিয়ানো রোনালদো, বিরাট কোহলি কিংবা বাবর আজমদের মতো তারকা ক্রীড়াবিদদের। হবেই না কেন! মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকা এসব তারকা রাতের ব্যবধানেই টুইটারের ব্লু টিক হারিয়েছেন।
অবশ্য যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক গত বছর টুইটারের মালিকানা কেনার পরপরই ঘোষণা দিয়েছিলেন— যারা নামের পাশে ব্লু টিক চিহ্ন যোগ করতে চান তারা অর্থ দিলেই এটি পাবেন। আগে অভিনেতা, খেলোয়াড়, রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হিসেবে চিহ্নিত করতে তাদের নামের পাশে ব্লু টিক দেওয়া হতো।
বিজ্ঞাপন
টুইটার জানায়, পূর্বে সাধারণ সময়ে অর্থ ছাড়া যেসব অ্যাকাউন্ট ভেরিফায়েড করা হয়েছে, এখন তাদেরও অর্থ দিতে হবে। আর নয়ত নামের পাশ থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। চলতি এপ্রিলের ১ তারিখ থেকেই এ নতুন নিয়ম কার্যকর হয়েছে। যার কোপটা পড়েছে এবার অন্যান্য তারকাদের মতো ক্রীড়াঙ্গনের সেলিব্রেটিদের ওপরও। গণহারে ব্লু টিক হারাচ্ছেন তারকা ক্রীড়াবিদরা।
— Anil Saini (@anilsaini2601) April 20, 2023
এ তালিকায় নাম রয়েছে ১০৮ মিলিয়নেরও বেশি ফলোয়ার থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও। এছাড়া ব্লু টিক হারানোর তালিকায় ভারতের সাবেক তারকা শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমরাও রয়েছেন।
মূলত ব্লু টিক সেবা দেওয়ার সাবক্রিপশনের পরিমাণ বাড়ানোর আশায় নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটটি। সংস্থাটি জানিয়েছে, যারা ব্লু টিক চিহ্ন রাখতে চান তাদের সাবসক্রিপশন করতে হবে।
এদিকে টুইটারে ব্লু টিক চিহ্ন পেতে যারা অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস থেকে তাদের প্রতি মাসে ১১ ডলার খরচ করতে হবে। আর ওয়েবসাইট থেকে সাবক্রিপশন করলে দিতে হবে ৮ ডলার। এছাড়া টুইটারের বার্ষিক প্যাকেজও রয়েছে। যদি কেউ এক বছরের জন্য ব্লু টিক চিহ্ন নিতে চান তাহলে তারা ১২ শতাংশ ছাড় পাবেন।
এফআই