অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো বাংলাদেশি ওপেনার লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্সের একাদশে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এই ক্লাসিক ব্যাটার। তবে টানা দুই ম্যাচে বোলিং ব্যর্থতার পর দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে ছিটকে গেছেন লিটনের জাতীয় দলের সতীর্থ পেসার মুস্তাফিজুর রহমান। বৃষ্টির কারণে বিলম্বিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা পার করে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেইজ থেকে সর্বত্রই দেখা গেছে লিটন বন্দনা। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর টানা দুই ম্যাচে একাদশের বাইরেই ছিলেন টাইগার উইকেটকিপার ব্যাটার। অবশেষে তাদের সেই বন্দনা বাস্তবে রূপ দিল। তবে লিটন ছাড়াও কেকেআরের একাদশে রয়েছেন ইংলিশ ব্যাটার জেসন রয়।

এর আগে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড়ঘণ্টা পর অনুষ্ঠিত হয় ম্যাচের টস। ফলে রাত ৮টায় ম্যাচ শুরুর কথা থাকলেও একঘণ্টা পর খেলা মাঠে গড়ায়। তবে বিলম্ব হলেও নির্ধারিত ওভারেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এই ম্যাচে দিল্লির একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। মুস্তাফিজ ও অভিষেক পোরেলের জায়গায় একাদশে নেওয়া হয়েছে পিল সল্ট ও ইশান্ত শর্মাকে। অন্যদিকে কেকেআরে পরিবর্তন এসেছে চারটি। গুরবাজকে বাদ দিয়ে একইসঙ্গে এই আসরে প্রথমবারের মতো একাদশে যুক্ত হয়েছেন লিটন ও রয়।

দিল্লির একাদশ : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মনিশ পান্ডে, পিল সল্ট, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার। 

কলকাতার একাদশ : লিটন দাস, জেসন রয়, বেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, রিংকু সিং, মনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী ও কুলওয়ান্ত খেজরলিয়া।

এএইচএস