আইপিএলের ম্যাচে আজ (২০ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই বাংলাদেশি ক্রিকেটারের দল। একাদশে সুযোগ মিললে জাতীয় দলের সতীর্থ লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে পরস্পর মোকাবিলা করতে দেখা যাবে। তবে নির্ধারিত সময় পার হলেও এখনও ম্যাচের টস সম্পন্ন হয়নি। মূলত বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে (রাত ৮টায়) খেলা শুরু হওয়া নিয়েও রয়েছে শঙ্কা। 

ম্যাচ শুরু হওয়া নিয়ে সোয়া ৮টায় সর্বশেষ আপডেট দেওয়ার কথা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে। এই কারণে কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে মূল পিচ ও বাইরের অনেকাংশ।

আরও পড়ুন >> মুস্তাফিজদের বিপক্ষে নামার আগে যে বার্তা দিলেন লিটন

আজকের ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার ওপেনার লিটন দাসের। এর আগের দুই ম্যাচেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকলেও কেকেআর তাকে ডাগআউটে বসিয়ে রাখে। অবশ্য কেকেআরকে হারতে হয়েছে দুই ম্যাচেই। তাই ধারণা করা হচ্ছে একাদশে বদল আসতে পারে কেকেআরের। ফলে গুঞ্জন রয়েছে অভিষেক হতে পারে লিটনের।

তবে একাদশে জায়গা পেতে লিটনের লড়াইটা মূলত রহমানুল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে। গুরবাজ ইতোমধ্যেই আসরে পাঁচ ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে প্রায় ২০ গড়ে তার মোট সংগ্রহ ১০২ রান। আর সর্বশেষ তিন ম্যাচের দিকে তাকালে তার বাজে ফর্মের চিত্রটা আরও পরিষ্কার হবে। তার সর্বশেষ ইনিংসগুলো হচ্ছে যথাক্রমে ৮, ০ ও ১৫ রান। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে একাদশে গুরবাজের জায়গা কতটা নড়বড়ে হয়ে গেছে। 

একাদশে জায়গা পেতে লিটনের আরেক প্রতিদ্বন্দ্বী জেসন রয়। আইপিএলে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯।

আরও পড়ুন >> মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি বলল ‘আগুন আসছে’

অন্যদিকে, তিন ম্যাচ ডাগআউটের বাইরে থাকার পর একাদশে জায়গা হয় মুস্তাফিজের। কিন্তু টানা দুই ম্যাচেই নিজের প্রতি সুবিচার করতে পারেননি এই বাঁ-হাতি পেসার। প্রথম ম্যাচে মুম্বাইয়ের নির্ধারিত ৪ ওভার করে এক উইকেটের বিনিময়ে ফিজ ৩৮ রান দেন। পরের ম্যাচে বল হাতে আরও নিষ্প্রভ তিনি। কোনো উইকেট ছাড়াই তিনি পার করেন তিন ওভার। একইসঙ্গে খরচা করেন ৪১ রান।

ফলে কলকাতার বিপক্ষে একাদশে জায়গা হারাতে পারেন মুস্তাফিজুর রহমান। মূলত একজন বিদেশী ব্যাটার বেশি খেলিয়ে মুস্তাফিজের জায়গায় একজন দেশী পেসার খেলাতে পারে দিল্লি। আর সেটা হলে দুই বাংলাদেশী দুই দলের স্কোয়াডে থাকলেও একই সঙ্গে তাদের মাঠে দেখতে পারবেন না ক্রিকেট ভক্তরা!

এএইচএস