দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮ টায়। এই ম্যাচ দিয়েই আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। 

আসরে প্রথম তিন ম্যাচে দুই জয়। শুরুটা ভালোই হয়েছিল কলকাতার। তবে এরপরই খেই হারিয়ে ফেলে দুইবারের শিরোপাজয়ীরা। এরই মধ্যে টানা দুই ম্যাচ হেরে গেছে তারা। আর তাই জয়ে ফিরতে মরিয়া কেকেআর।

আরও পড়ুন: দুঃসংবাদ পেল মুস্তাফিজের দিল্লি

এদিকে, ফ্র্যাঞ্চাইটির হয়ে অভিষেকের অপেক্ষায় লিটন দাস। কলকাতার ম্যাচে নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'চলমান টুর্নামেন্টে তৃতীয় জয় নিশ্চিত করার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লির মুখোমুখি হবে।'

অবশ্য দিল্লির বিপক্ষে লিটনকে একাদশে দেখা যাবে কি না সেটা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও বিদেশি কোটায় খেলা ওপেনার রহমানউল্লাহ গুরবাজের সবশেষ তিন ম্যাচের পারফর্ম ভালো নয়। সেক্ষেত্রে দিল্লির বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকার সম্ভাবনায় বেশি আফগান এই ক্রিকেটারের।

গুরবাজ দলে সুযোগ না পেলেও লিটনের জন্য রাস্তাটা সহজ হবে না। কেননা কলাকাতা শিবিরে রয়েছে আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট রয় নাকি লিটন কাকে খেলাবেন। সেটা জানতে হলে অবশ্য ম্যাচের আগ পর্যন্তই অপেক্ষা করতে হবে।

এসএইচ/এফআই