ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরের লিগ পর্ব শেষ হয়েছে সোমবার (১৭ এপ্রিল)। আসন্ন ঈদুল ফিতরের কারণে এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা। আর ঈদের ছুটির পরই মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগ এবং রেলিগেশন পর্ব। আর পহেলা মে সুপার লিগের প্রথম দিনেই মাঠে গড়াবে হাইভোল্টেজ দুটি ম্যাচ। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সুপার লিগের প্রথম ম্যাচে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। যদিও এর আগে সুপার লিগের জন্য ছয় দলের লাইন আপ নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হল আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স।

আরও পড়ুন >> অপেক্ষার পালা শেষ হলো আশরাফুলের

সুপার লিগের প্রথম রাউন্ডের প্রথম দিন (১লা মে) মাঠে নামবে ৬টি দল। এবারের আসরে সর্বোচ্চ ১০টি করে জয় পেয়েছে আবাহনী এবং শেখ জামাল। এছাড়া ৬টি জয় রয়েছে সাকিব আল হাসানের মোহামেডানের। সুপার লিগের পাঁচ রাউন্ডের জন্যই রিজার্ভ ডে থাকছে একদিন করে এবং একদিন করে বিশ্রাম। যা শেষ হবে ১৪ মে।

এদিকে একই দিনে শুরু হবে রেলিগেশন পর্বও। অবনমন হয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ঢাকা লেপার্ডসের।

এসএইচ/এএইচএস