পাঁচ ভেন্যুতে সিপিএল
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের পর্দা ওঠবে আগামী ১৭ আগস্ট। আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান অঞ্চলের পাঁচটি দেশে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
সিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে কারাভান মডেলে। অর্থাৎ টুর্নামেন্টের একটি ভেন্যুতে কয়েকটি ম্যাচ খেলার পর অন্য ভেন্যুতে টুর্নামেন্ট স্থানান্তর করা হবে। প্রথমবার এই পদ্ধতিতে লিগ আয়োজন করতে যাচ্ছে সিপিএল কতৃপক্ষ।
বিজ্ঞাপন
১৬-২০ আগস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে ৬ ম্যাচে। যেখানে চারটি ম্যাচ খেলবে স্বাগতিক সেন্ট লুসিয়া কিংস। এরপর ৬ ম্যাচের জন্য টুর্নামেন্ট স্থানান্তর করা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।
২৩ আগষ্ট শুরু হওয়া পর্বটি শেষ হবে ২৭ তারিখে। যেখানে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পরবর্তী লেগ হবে বার্বাডোসে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো বার্বাডোসে হবে সিপিএল।
৩০ আগস্ট থেকে শুরু হওয়া লেগটি শেষ হবে ৩ সেপ্টেম্বর। অন্যান্য স্বাগতিক দলের মতো বার্বাডোস রয়্যালসও ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে। একইভাবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেও হবে ছয় ম্যাচ। ৫-১০ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। ত্রিনিবাগো নাইট রাইডার্স খেলবে চারটি ম্যাচ।
সেন্ট লুসিয়াতে শুরু হওয়া সিপিএলের পর্দা নামবে গায়ানায়। যেটি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ঘরের মাঠ। ১৩-২৪ সেপ্টেম্বর গায়ানা পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এইচজেএস