ছবি-সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগের দিন ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে সেই টেস্টে আর খেলা হয়নি এই পেসারের। এরপর আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘোষিত সেই দলেও নাম নেই তাসকিনের। তবে ধোয়াশা ছিল কবে নাগাদ ফিরবেন দলে।

অবশ্য তাসকিনের সবশেষ খবর জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ মঙ্গলবার মিরপুর শেরে-ই বাংলায় গণমাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন, 'সাধারণত এ ধরণের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। ইভেন খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন চার সপ্তাহ সময় লেগে যায়। লজিক্যালি ওর (তাসকিন) স্ট্রেইন গ্রেড ওয়ান।'

'ঈদের পর ওর তিন সপ্তাহ সম্পন্ন হবে, এরপর আরো সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। আমরা এই কমেন্টটা করতে পারব তিন সপ্তাহ পর ওর কেমন উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে।'

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে প্রথমবারের মতো সুযোগ পেলেও হাতের ইনজুরিতে পড়ে ছিটকে যান ওপেনার জাকির হাসান। তবে এই ব্যাটার ঈদের পরই ফিরতে পারবেন ব্যাট হাতে এমনটি জানালেন বিসিবির প্রধান চিকিৎসক, 'জাকিরের এখন তো রিহ্যাব চলছে। আমরা আশা করছি ও ঈদের পর হয়তো পূর্ণ মাত্রায় ব্যাটিংয়ে ফিরে আসতে পারবে।'

এসএইচ/এফআই