‘বাবরকে নেতৃত্বে চায় না সাবেকরা’
গত কয়েক মাস ধরেই সমালোচনা শুনতে হচ্ছে অধিনায়ক বাবর আজমকে। তার পারফরম্যান্স নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারলেও, নেতৃত্বতের সমালোচনা করেছেন অনেকেই। এতসব সমালোচনার ভীড়ে এবার বাবর পাশে পেলেন রশিদ লতিফকে। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, আসলে নেতৃত্ব নয়, বাবরের কর্তৃত্ব নিয়ে সমস্যা দেশটির সাবেক কয়েকজন তারকা ক্রিকেটারের। বাবরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে তাই উঠেপড়ে লেগেছেন তারা।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে শিরোপা ঘরে তোলার সম্ভাবনাও জাগায় পাকিস্তান। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে হেরে রানার্সআপ হয় তারা। শুধু তাই নয়, বাবরের নেতৃত্বেই বিশ্বকাপে প্রথমবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারানোর অনির্বচনীয় স্বাদ পায় পাকিস্তান।
বিজ্ঞাপন
তারপরও অনেক দিন ধরে পাকিস্তান ক্রিকেটে বাবরের নেতৃত্ব নিয়ে চলছে সমালোচনা। সীমিত ওভারের সংস্করণ ও দীর্ঘ পরিসরের জন্য আলাদা অধিনায়ক নিয়োগের আলোচনাও চলছে।
লতিফ বলেন, 'আমি মনে করি, সমস্যা বাবর আজমের অধিনায়কত্ব নয়, বরং তার ক্ষমতা। মনে হচ্ছে, বাবরের সঙ্গে পাকিস্তানের কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের উল্লেখযোগ্য বৈষম্য আছে, তারাই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য বোর্ডে নিজেদের সহযোগীদের একজোট করেছে।'
এইচজেএস