মুশফিক-আশরাফুলের রেকর্ড ভাঙলেন লঙ্কান দুই ব্যাটার
বাংলাদেশের বিপক্ষে চলতি মাসেই একটি টেস্ট ম্যাচ খেলেছিল আয়ারল্যান্ড। এরপর আইরিশরা আবার উড়াল দেয় শ্রীলঙ্কায়। সেখানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের মুখোমুখি হয় অ্যান্ড্রি বালর্বিনির দল। আর প্রথমদিন শেষে লঙ্কানদের রান পাহাড়ে চাপা পড়েছে আইরিশরা। কেননা গল টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৮৬ রান।
রোববার দিনের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দুই সেশন কেবল নিজেদের দখলেই নিয়ে রেখেছিল শ্রীলঙ্কা দল। কারণ এই দুই সেশনে কেবল একটি মাত্র উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। এদিন দুর্দান্ত এক ইনিংস খেলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। ২৩৫ বল মোকাবিলা করে ১৫ চারের সাহায্য এই অধিনায়ক খেলেন ১৭৯ রানের ইনিংস। এছাড়া আরেক ব্যাটার কুশাল মেন্ডিস করেন ১৯৩ বলে ১৮ চার ও এক ছক্কায় ১৪০ রান।
বিজ্ঞাপন
তাদের এমন ইনিংসের ফলে দ্বিতীয় উইকেট জুটিতে লঙ্কানরা সংগ্রহ করে ২৮১ রান, যা এই (গল) মাঠে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটির সংগ্রহ। আর এই জুটির ফলে করুনারত্নে এবং মেন্ডিস পেছনে ফেলেছেন বাংলাদেশি দুই তারকা ব্যাটারের জুটিকে।
২০১৩ সালে এই গলে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের হয়ে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম করেছিলেন অনবদ্য এক জুটি। সবমিলিয়ে আউট হওয়ার আগে তারা করেছিলেন ২৬৭ রান। যা ছিল এই মাঠের সর্বোচ্চ রানের জুটি। তবে রোববার সেটি ভেঙে নতুন করে গড়লেন লঙ্কান এই দুই ব্যাটার।
এসএইচ/ওএফ