ছবি: সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দিল্লি ক্যাপিটালস। আসরে টানা পাঁচ ম্যাচ হেরেছে তারা। দলটির এমন বাজে পারফরম্যান্সের জন্য টিম ম্যানেজমেন্টে থাকা রিকি পন্টিং-সৌরভ গাঙ্গুলীদের দায়ী করেছেন বীরেন্দর শেবাগ।

তিনি বলেন, 'সত্যি বলতে, কোচিং স্টাফে যারা আছেন, তারা কোনো অবদান রাখতে পারছেন না। খেলোয়াড়েরা খারাপ খেললে দল কতটা শক্তিশালী, তাতে কিছু যায়-আসে না। আপনার ড্রেসিংরুমে বড় মানের অনেকে থাকতে পারে। কিন্তু ব্যাটসম্যানরা রান না পেলে, বোলাররা উইকেট না পেলে তাঁদের থেকে কী লাভ?’

‘আমি বুঝি না, খেলোয়াড়দের সারাক্ষণ নির্দেশনা কেন দেওয়া হয়। এটার দরকার নেই। যাদের ম্যাচ জেতানোর সামর্থ্য আছে, তাদের দলে রাখতে হবে। তাহলেই আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। দিল্লিতে ম্যাচ জেতানোর মতো খেলোয়াড় আছে। কিন্তু তারা রান ও উইকেট পাচ্ছে না। মাঠের বাইরে আপনি অনেক কৌশল সাজাতে পারেন। কিন্তু মাঠে গিয়ে পারফর্ম করতেই হবে।’-তিনি আরও যোগ করেন।

এইচজেএস