মাঠে নামার আগে বার্তা দিলেন লিটন
দুই দিন আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেনসে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে লিটন দাসের আইপিএল অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। কেকেআরের দলীয় প্রচারই মূলত বাংলাদেশি দর্শকদের সেই আশা দেখায়। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি লিটন ও এদেশীয় দর্শকদের। সেই তিক্ততা নিয়েই আজ (১৬ এপ্রিল) বিকেলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামছে কেকেআর। তার আগেই বার্তা দিয়েছেন টাইগার ওপেনার লিটন।
এর আগে বিসিবির ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তা পার করে লিটন কলকাতা শিবিরে যোগ দেন। এরপর ফ্র্যাঞ্চাইজি দলটির ফেসবুক পেইজ থেকে সর্বত্র দেখা গেছে লিটন বন্দনা। সে কারণে তিনি একাদশে সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনার অন্ত ছিল না। কিন্তু সেই জল্পনা শেষ হয় হায়দরাবাদের বিপক্ষে তাদের একাদশ ঘোষণার পর। তবে হার দিয়ে শেষ করা ম্যাচের পর তাদের সামাজিক মাধ্যমে লিটনকে নিয়ে সেই প্রচারণা নেই। তাই তিনি রোহিত শর্মাদের বিপক্ষে আজকের ম্যাচে থাকবেন কিনা সেই প্রশ্ন ভ্ক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।
বিজ্ঞাপন
The Knight Riders are gearing up to face off against the Mumbai Indians today! নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত! #LKD16 #AmiKKR #MIvKKR #TATATIPL2023
Posted by Litton Kumer Das on Saturday, April 15, 2023
সেই দোলাচলের মধ্যেই বাংলাদেশের এই ক্লাসিক ব্যাটার ফেসবুকে বার্তা দিয়েছেন। নিজের অফিসিয়াল পেইজে লিটন কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘নাইট রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত!’
ম্যাচের দিন লিটনের এমন পোস্ট তার একাদশে থাকার স্পষ্ট বার্তা না দিলেও কিছুটা হলেও আশা তৈরি হয়! আর সেরকমটা হলে রোহিতদের বিপক্ষেই কেকেআরের ম্যাচ জার্সি প্রথমবার গায়ে তুলবেন লিটন। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা, কেননা ওপেনার হিসেবে কলকাতায় বিদেশি কোটায় খেলছেন রহমানউল্লাহ গুরবাজ। এছাড়া ডাগআউটে রয়েছেন আরেক ইংলিশ ওপেনার জেসন রয়কেও।
আরও পড়ুন >> কলকাতার লিটন বন্দনা মিলিয়ে গেল হাওয়ায়!
গত ম্যাচে গুরবাজ রান না পেলেও আগের তিন ম্যাচে তার ফর্মের প্রমাণ মিলেছে। সেই হিসেবে লিটনের লড়াই রয়ের সঙ্গে। তবে গত ম্যাচেও একই পরিস্থিতি থাকলেও সেবার লিটন-রয় কাউকেই একাদশ এবং ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখেনি কলকাতা। সেক্ষেত্রে এই ম্যাচের একাদশে লিটন জায়গা পান কিনা সেটি দেখতে আরও ঘণ্টা ছয়েক অপেক্ষা করতেই হবে!
এসএইচ/এএইচএস