পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন বুমরাহ
লম্বা সময় ধরে চোটে ভুগছেন জাসপ্রিত বুমরাহ। পিঠের চোট থেকে সেরে ওঠতে এবার অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। পুরো ফিট হয়ে মাঠে নামতে তার এখনও বেশ কয়েক মাস সময় লাগবে। তবে আপাতত তিনি ব্যাথামুক্ত আছেন এবং পুনবার্সন প্রক্রিয়া শুরু করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
মাস দেড়েক আগেই নিউজিল্যান্ডে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করেছিলেন বুমরাহ। এবার তিনি ভারতে ফিরে যোগ দিয়েছেন ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। সেখানেই গতকাল থেকে শুরু করেছেন পুনর্বাসন প্রক্রিয়া।
বিজ্ঞাপন
বিসিসিআই জানিয়েছে, 'জাসপ্রিত বুমরাহ নিউজিল্যান্ডে তার পিঠে অস্ত্রোপচার করেছেন, যা সফল হয়েছে এবং তিনি ব্যথামুক্ত আছেন। অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পর থেকে তাকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই অনুযায়ী, গত শুক্রবার থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন।'
এদিকে চোটের কারণে সর্বশেষ টি-টোয়ন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ। চলমান আইপিএলেও মাঠের বাইরে আছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা আছে।
এইচজেএস