চলমান ডিপিএলে গ্রুপ পর্বের শেষ সময়ে এসেই উড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা পাঁচ জয়ের ফলে সাকিব আল হাসানের দলটি পৌঁছে গেছে সুপার লিগে। যদিও এর আগে শঙ্কা জেগেছিল মোহামেডানের সুপার লিগ খেলা নিয়ে। তবে শুক্রবার মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে শাইনপুকুরকে ৫২ রানে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান। 

ম্যাচে ১২৫ রান করে অপরাজিত থাকেন অঙ্কন। এমন ইনিংসের সুবাদে দলের ম্যাচসেরাও নির্বাচিত হন ডানহাতি এই ব্যাটার। এরপর গণমাধ্যমে নিজের ইনিংস নিয়ে অঙ্কন বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো যে, আমি ১০০ করতে পেরেছি। তারচেয়েও ভালো লেগেছে আমি নট আউট থাকতে পেরেছি এবং শেষ পর্যন্ত খেলতে পেরেছি। কারণ আমাদের ব্যাটিংয়ের সবাই চাচ্ছিলাম যে আমাদের সেট ব্যাটসম্যান একজন যেন শেষ পর্যন্ত খেলেন। সেই প্ল্যানেই খেলছিলাম।’

মোহামেডানে খেলছেন দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে অঙ্কন বলেন, ‘সত্যি কথা বলতে ছোট থেকেই ইচ্ছা ছিল সাকিব ভাইয়ের সঙ্গে খেলব। আমি হয়তবা অনেকদিন ধরে ডোমিস্টিক খেলছি, কিন্তু সাকিব ভাইয়ের সঙ্গে কখনো এক টিমে খেলা হয়নি। তাই আমার কাছে ভালো লাগছে।’

আজকের ম্যাচে নিজের তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে অঙ্কন আরও বলেন, ‘আসলে আমি যে টিমেই খেলি সবসময় টিমের প্রয়োজনে যে জায়গায় ব্যাটিং করার দরকার আমি সবসময় চেষ্টা করি ওই জায়গায় ব্যাটিং করতে। আজকেও আসলে সকালে জানতাম না আমি কোথায় ব্যাটিং করব। যখন জানতে পেরেছি তিন নম্বরে খেলব তখন চেষ্টা করেছি নিজের প্ল্যানমাফিক খেলতে।’

এসএইচ/এফকে