অনেকটা তড়িঘড়ি করেই বাংলাদেশ থেকে বিশেষ চার্টার্ড বিমানে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে চলতি আসরের প্রথম তিন ম্যাচে একাদশে রাখা হয়নি তাকেএদিকে প্রথমবারের মতো আইপিএল খেলতে গেছেন লিটন দাস। তাকে খেলানো হবে কি না তা নিয়েও সন্দীহান সমর্থকরা। অবশ্য মুস্তাফিজ-লিটনদের দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখলে ভিন্ন চিত্রই দেখা যায়। ফ্র্যাঞ্চাইজিগুলোর অফিসিয়াল পেজগুলোতে সরব উপস্থিতি থাকে টাইগার ক্রিকেটারদের। 

বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার মিরপুর শেরে-ই বাংলায় ডিপিএলে নিজ দল লেজেন্ডস অব রূপগঞ্জের জয়ের পর গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

আইপিএল নিয়ে মাশরাফি বলেন, 'আইপিএল নিয়ে আমার চিন্তা নেই, আইপিএলে লিটন-মুস্তাফিজরা খেলবে কি না খেলবে সেটা আমার চিন্তার বিষয় না। চিন্তা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ দল ভালো খেললে আমরা যারা দর্শক আছি সবাই খুশি হবো।'

আরও পড়ুন: ঘরের মাঠে অভিষেক হতে পারে লিটনের!

চাটার্ড ফ্লাইটে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে মোটে ১ ম্যাচ খেলানো প্রসঙ্গে মাশরাফি বলেন, 'আইপিএলে লিটন খেলতে গেছে এটা ভালো, আমাদের জন্য একজন খেলতে যাচ্ছে...কিন্তু আল্টিমেটলি আপনি দেখুন আমাদের মুস্তাফিজকে চাটার্ড ফ্লাইটে নিয়ে যেয়ে ম্যাচ খেলাবে না। তো এখানে অনেক বিষয় থাকে স্যোশাল মিডিয়ার বিষয় থাকে আমরাও এক্সসাইটেড হয়ে যাই। আমাদের একটা ফ্যানবেজ আছে বাংলাদেশ ক্রিকেটের যেটা হয়তোবা তারা ব্যবহৃত করতে পারে।'

আরও পড়ুন: এখনো আইপিএল মাতাচ্ছেন যেসব পাকিস্তানি!

মাশরাফি যোগ করেন, 'এই যে প্রায়োরিটি দেওয়া, আমরা তো চাই ওই প্রায়োরিটি যে আমাদের খেলোয়াড়দের সক্ষমতা আছে নিয়ে যেয়ে খেলাক আমরা সেটা চাই। কিন্তু আর হয় না তো, এজন্য এটা নিয়ে আর চিন্তা নেই। আমাদের চিন্তা বাংলাদেশ ক্রিকেট।'

এফআই