মুস্তাফিজদের আয়নায় মুখ দেখতে বললেন সৌরভ
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) একদমই ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটিতেই হেরে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাই স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলেরও তলানিতে তারা। কোথায় পিছিয়ে পড়ছে দিল্লি, সেটা বুঝতে পেরেছেন দলের মেন্টর সৌরভ গাঙ্গুলী। সমস্যা সমাধানের উপায়ও বাতলে দিলেন তিনি।
সৌরভের মতে, দলের বেশির ভাগ ক্রিকেটার তরুণ। তাই ছন্দ পেতে একটু সময় লাগছে তাদের। তিনি বলেছেন, ‘হার সব সময় আঘাত দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যেভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভালো দল তৈরি হতে একটু সময় লাগছে।’
বিজ্ঞাপন
তরুণ ক্রিকেটারদের সময় দেওয়ার কথা বললেও তাড়াতাড়ি ভুল শুধরে নেওয়ার পরামর্শও দিয়েছেন সৌরভ। শনিবার (১৫ এপ্রিল) বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেখাতে বলেছেন তিনি।
আরও পড়ুন: খুব ভালো অনুশীলন হয়েছে লিটনের
সৌরভের কথায়, ‘আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। একই ভুল বার বার করলে হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞাসা করতে হবে কোথায় ভুল হচ্ছে। তবেই ভুল শোধরানো যাবে।’
অক্ষর প্যাটেলের প্রশংসা শোনা গেছে সৌরভের মুখে। তবে বাকিদেরকেও অক্ষরকে সাহায্য করতে হবে বলে জানিয়েছেন তিনি। সৌরভ বলেছেন, ‘অক্ষর যেভাবে খেলছে তা এক কথায় অসাধারণ। কিন্তু ওর একার পক্ষে ম্যাচ জেতানো যাবে না। তার জন্য বাকিদেরও এগিয়ে আসতে হবে।’
এদিকে, টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর সর্বশেষ ম্যাচে একাদশে সুযোগ মেলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচেই তার সুযোগ ছিল দিল্লির ‘নায়ক’ হওয়ার। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের শেষ ওভার ও ইনিংসের ১৯তম ওভারে খেয়েছেন ২ ছক্কা। এ আসরে দিল্লির প্রথম জয় পাওয়ার সম্ভাবনা মূলত সেখানেই শেষ হয়ে যায়।
যদিও টাইগার পেসারই দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন। নিজের করা তৃতীয় ওভারে ওয়াইড ইয়র্কারে মুস্তাফিজ বিদায় করেছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ৬৫ রানে ব্যাট করা রোহিত টিকে গেলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত যেত কি না, সেটাই সন্দেহ। এর আগের ওভারেও দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজ। দিয়েছিলেন মাত্র ২ রান। তবে নিজের করা প্রথম ওভারে ১৩ রান খরচা করেন ফিজ। আর শেষ ওভারে হজম করেন দুই ছক্কা।
এফআই