ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পহেলা মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এর আগে গত রোববার আইরিশদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে আছেন সাকিব আল হাসানও। অথচ এই অভিজ্ঞ অলরাউন্ডার নাকি এখনও জানেন না যে, বিসিবি দল ঘোষণা করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি কফি শপের উদ্বোধনী অনুষ্ঠানে আসেন সাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া আয়ারল্যান্ড সিরিজের এই দলটা কেমন হলো, সাংবাদিকের এমন প্রশ্ন শুনে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘হয়ে গেছে (দল ঘোষণা)! কবে হয়েছে?’ সাংবাদিকেরাও জানতে চান, ‘আপনি জানেন না দল ঘোষণা হয়েছে!’ সাকিব পাল্টা প্রশ্নের সঙ্গে উত্তরে বলেন, ‘আমি কোত্থেকে জানব! আমি আসলেই জানি না।'

তবে আয়ারল্যান্ড সিরিজে ভালো কিছুই করবে বাংলাদেশ দল বিশ্বাস সাকিবের, ‘আগেও ওদের বিপক্ষে ওখানে খেলেছি। চেষ্টা থাকবে যেন এবারই একই ফল করতে পারি। যদিও ইংল্যান্ডে ভিন্ন কন্ডিশনে খেলা হবে। চেষ্টা থাকবে আমরা যেভাবে ওয়ানডে খেলছি ওভাবেই খেলতে। আমাদের ওয়ানডে দলটা খুবই শক্তিশালী। আশা করি আমরা ভালো ফল করতে পারব।’

এসএইচ/এইচজেএস