বেশ অনেক দিন ধরেই বাবর আজমের নেতৃত্ব নিয়ে টানাপড়েন চলছিল। এর মধ্যেই বিস্ফোরক এক মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠি। তিনি দাবি করেছেন, বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন কমিটি। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় নির্বাচক কমিটির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল পিসিবি। আফ্রিদির নেতৃত্বে সেই অন্তর্বর্তী নির্বাচন কমিটিই বাবরকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চেয়েছিল। 

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে নাজাম শেঠি বলছিলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তর্বর্তী নির্বাচন কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে আমাদের বলেছিল যে কিছু পরিবর্তন করা দরকার এবং বাবরকেও নেতৃত্ব থেকে সরাতে হবে। তবে তারা নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। জানায় বাবরের বদলির কোনো প্রয়োজন নেই।’

যতদিন পাকিস্তানের হয়ে ম্যাচ জিততে থাকবেন ততদিন বাবর অধিনায়ক থাকবেন বলে জানান নাজাম শেঠি। পিসিবি বস বলেন, ‘যতদিন বাবর একজন সফল ব্যাটসম্যান এবং একজন সফল অধিনায়ক থাকবেন, ততদিন তিনি অধিনায়কের দায়িত্বে থাকবেন। তবে আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে লোকরা আপনার অধিনায়কত্ব এবং অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’ 

এর আগে নাজাম শেঠি টুইটারে লিখেছিলেন,‘বাবর আজম আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তাকে বলেছিলাম যে সে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি জাতীয় দলের নেতৃত্ব দেবে এবং তারপরই স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাই যারা ভুয়া খবর ছড়াচ্ছিল তারা সবাই আজ চাকরির হারাবে।’ 

শেঠিও স্বীকার করেছেন যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর আজমকে অধিনায়ক ঘোষণা করার আগে তিনি মিকি আর্থারের সঙ্গে কথা বলেছেন। বলেন, ‘আমি মিকিকে জিজ্ঞেস করলাম, আপনি কী নিউজিল্যান্ড সিরিজে একজন অধিনায়ক চান নাকি দুইজন অধিনায়ক চান? তার সঙ্গে আলোচনার পর আমরা সাদা বলের ফরম্যাটের জন্য একজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে বলেছিলাম, আপনি যখন আসবেন, আপনি বাবরের সঙ্গে বসতে পারেন এবং তারপর সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন।’

এফআই