পাপন ও সুজন ছাড়া ক্রিকেট বোর্ডে ক্রেডিট দেওয়ার মতো কেউ নেই
খালেদ মাহমুদ সুজনকে নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ে নানা ধরনের সমালোচনা। বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনেরও একই দশা। তবে এই দুইজনকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তি হিসেবে মনে করেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
শনিবার রাতে দারাজ প্রেজেন্টস ক্রিকফ্রেঞ্জি লাইভে এসে তিনি এমন মন্তব্য করেন। সুজন ছাড়া আর কেউ নতুন খেলোয়াড় তৈরিতে মনোযোগী নন বলে অভিযোগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা সবসময় পাপন ভাইকে দোষ দেই। পাপন ভাই যত বেশি চিন্তা করে আমার মনে হয় না কেউ এত বেশি চিন্তা করে বাংলাদেশে ক্রিকেট নিয়ে। সুজন ভাই চিন্তা করে তার ফলটাও আমরা পেয়েছি। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমরা জিতেছি।’
সাকিব আরও বলেন, ‘আমি তো ওই রকম কোনো এক্টিভিটি দেখিনি যেটা থেকে ভালো কিছু আশা করবো। অনুর্ধ্ব-১৯ এ কিছু ভালো খেলোয়াড় আছে। এই দুইজন ছাড়া খুব বেশি ক্রেডিট দেওয়ার মতো কাউকে আসলে পাই না। যারা ক্রিকেটের জন্য খুব বেশি চিন্তা করছে বলে আমার মনে হয়।’
ক্রিকেট অপারশেন্স চেয়ারম্যান আকরাম খান আইপিএল খেলা সম্পর্কিত তার চিঠি না পড়েই মন্তব্য করছেন বলেও দাবি করেন সাকিব, ‘আকরাম ভাই স্পেশালি বারবার বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না। হয়তো গতকালও উনি একটা ইন্টারভিউতে বলেছেন। আমার ধারণা উনি সত্যিকারে আমার চিঠিটা পড়েননি। তারা যে ডিশিসনটা নিয়েছে তা আলোচনা করেই নিয়েছে। তবে আমার ধারণা উনি লেটারটা পড়েননি। ’
এমএইচ