ছবি-সংগৃহীত

গেল বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান জানিয়েছিলেন, ২০২৩ সালটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো যাবে। সাকিবের কথা ঠিকই ফলতে শুরু করেছে। চলতি বছর টাইগাররা খুবই ভালো শুরু করেছে, যদিও ইংল্যান্ডের বিপক্ষে কেবল হেরেছে ওয়ানডে সিরিজ। তবে আজ শুক্রবার সেই কথা আবারো মনে করিয়ে দিলেন সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় চলতি বছরের পারফরম্যান্স নিয়ে। উত্তরে সাকিব বলেন , ‘আমি তো আগেই বলছিলাম ২০২৩ সাল আমাদের খুব ভালো যাবে।’ 

এসময় সাকিব আরো বলেন, ‘যেহেতু গুরুত্বপূর্ণ বছর। বিশ্বকাপ আছে, এশিয়া কাপ আছে। অবশ্যই চাইবো পরের ছয় মাস যেন ভালোভাবে খেলতে পারি। প্রথম ছয় মাসের চার মাস খুব ভালো গেছে। অর্ধেক বছর আমরা ভালো করেছি, আশা করি বাকিটাও ভালো হবে। যেহেতু আমরা বেশিরভাগ ম্যাচ ওয়ানডে খেলবো...মনে করি এটা এমন এক ফরম্যাট যেটায় আমরা ভালো দল।’

আরও পড়ুন: আইপিএলে গিয়ে বসে না থেকে দেশের হয়ে খেলা তো ভালো: পাপন

বাংলাদেশ ক্রিকেটে সম্প্রতি কোন জিনিসটা সবচেয়ে বেশি বদলেছে জানতে চাইলে সাকিব বলছেন মানসিকতায়, ‘মানসিকতায় আমার মনে হয় সব থেকে বড় উন্নতি হয়েছে। আপনি যদি দেখেন, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ ম্যাচ খেলেছি, তখনই আমরা আলোচনা করেছি যে আসলে আমরা হয়তো এই বিশ্বকাপের আগে অবধি নিজেদের অনেক ছোট দল মনে করতাম। আসলে আমরা ছোট দল ছিলাম না। আমরা যদি বিশ্বাস রেখে যেতাম, হয়তো সেমিফাইনাল খেলতাম। ওই জায়গাটাতে আমাদের ঘাটতি ছিল, এরপর থেকে আমাদের চিন্তা ছিল ওই জায়গায় বদলটা আনবো। বিশেষত টি-টোয়েন্টি দলে যারা ছিল তাদের সবার ভেতরে মানসিকতার এই পরিবর্তন এসেছে।’

এসএইচ/এফআই