দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় পাকিস্তান। এরপর দেশে ফিরেই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বিসমাহ মারুফ। সে সময় নতুনদের সুযোগ করে দিতে তার ওই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। নতুন করে দলটির নেতৃত্বভার পেয়েছেন অলরাউন্ডার নিধা ধার। 

নিধা পাকিস্তানের তিন ফরম্যাটের দায়িত্বই পেয়েছেন। একইসঙ্গে পিসিবি নারী দলের প্রধান কোচ হিসেবে মার্ক কোলস এবং সেলিম জাফরকে নির্বাচক কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

৩৬ বছর বয়সী নিধা ধার পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১২৬ উইকেট পেয়েছেন। ১০০ স্ট্রাইকরেটে ফরম্যাটটিতে ১৬৮৭ রান করেন নিধা। এছাড়া ৯৯টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি ৯১ উইকেট এবং ১৫৩৫ রান করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর নিধা জানিয়েছেন, ‘এটি অনেক বড় দায়িত্ব এবং আমি আসন্ন প্রতিযোগিতায় পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক উত্তেজিতবোধ করছি। আমার ওপর আস্থা রাখায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা এবং দলকে ভালো অবস্থানে নিতে নিজের সর্বোচ্চ চেষ্টা করব।’

বিসমাহ’র স্থলাভিষিক্ত হয়ে নিধা সাবেক এই অধিনায়ককেও ধন্যবাদ দিয়েছেন, ‘বিসমাহ মারুফের সার্ভিসের জন্য তাকে ধন্যবাদ দিতে চাই। আমি আশা করব তিনি তার এই লিগ্যাসি ধরে রেখে দলের জন্য একই রকম প্যাশন ও ত্যাগের মানসিকতা বজায় রাখবেন। সামনের মৌসুম পাকিস্তানের জন্য খুব কঠিন যাবে, তবে তরুণ প্রতিভাসম্পন্ন ক্রিকেটারদের সমন্বয়ে আমরা ধীরে ধীরে উন্নতি করার ব্যাপারে আশাবাদী।’

২০১৯ সালে পাকিস্তান থেকে পারিবারিক কারণে চলে যাওয়া কোচ কোল আবারও দায়িত্বে ফিরছেন। দুই বছরে তিনি পাকিস্তানকে সফল একটি সময় উপহার দিয়েছিলেন। ১৬ ম্যাচের ৭টি ওয়ানডেতে জয় ছাড়া তার সময়কালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সিরিজ জয় পায় পাকিস্তান। এছাড়া ৩০ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তার শিষ্যরা জয় পায় ১২টিতে। এবারও তাকে দুই বছরের মেয়াদে ফিরিয়ে আনা হচ্ছে। একইসঙ্গে তৌফিক উমরকে ব্যাটিং কোচ, জাফরকে বোলিং এবং মোতাসিম রশিদকে ফিল্ডিং কোচ বানিয়েছে পিসিবি।

এএইচএস