সাকিব আল হাসান ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) পরিচিত মুখ। নয়টি আসর টুর্নামেন্টটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে সাকিব এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তা নিয়ে দুই দেশের সংবাদমাধ্যমে কম জলঘোলা হয়নি। তবে এরই মধ্যে জানা গেছে, সাকিবকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল কেকেআর। এজন্য তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দুটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি!

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে। বাংলাদেশ জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় সাকিবসহ বাংলাদেশ থেকে ডাক পাওয়া লিটন দাসকে পুরো সময় পাবে না কেকেআর। এমনটা আগে থেকেই জানা ছিল। তবুও দুই ক্রিকেটারের ইচ্ছা ছিল আন্তর্জাতিক সূচির মাঝের বিরতিতে খেলবেন আইপিএলে। কিন্তু পুরো মৌসুমের জন্য সাকিব-লিটনকে না পাওয়ায় নতুন করে তাদের নাম প্রত্যাহারের প্রস্তাব দেয় শাহরুখ খানের দল। সেই আহবানে সাকিব সাড়া দিলেও লিটন খেলতে চান আইপিএলে।

আরও পড়ুন : না খেলেও কলকাতা থেকে টাকা পাবেন সাকিব?

তবে সে দেশের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাকিবকে পেতে বিসিবিকে দুটি প্রস্তাব দিয়েছিল কেকেআর। বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের মধ্যকার চলমান টেস্ট এবং ইংল্যান্ডের মাটিতে আগামী মে মাসে আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ব্যস্ত থাকবে টাইগাররা। মূলত এসব সূচিকে ঘিরে কেকেআর বিসিবিকে বলেছিল, একমাত্র টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। আর আইপিএলের শুরু থেকেই খেলুক সাকিব। এরপর টেস্ট শেষ হলে ফেরার সুযোগ রয়েছে লিটনেরও। 

এছাড়া আরও একটি প্রস্তাব দিয়েছিল কেকেআর। তাদের ভাষ্য, আগামী মে মাসে আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক, তবে লিটন খেলুক কেকেআরের হয়ে। সিরিজ শেষ হয়ে গেলে সাকিব আবার চলে আসুক কলকাতায়। তাহলে দু’পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কেকেআর। তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়ে সাকিব-লিটন দু’জনকেই জাতীয় দলে রেখে দেয় বিসিবি।

আরও পড়ুন : সাকিবের বদলে যাকে নিল কলকাতা

গত ৩১ মার্চ থেকে আইপিএলের ১৬তম আসর শুরু হয়েছে। ১ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমেছিল কেকেআর। সাকিব-লিটন বিহীন দলটি প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হেরে যায়। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হয় ঢাকা টেস্ট, যা চলবে ৮ এপ্রিল পর্যন্ত। 

এদিকে আসন্ন মে মাসের অ্যাওয়ে সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। ৯ মে থেকে ১৪ মে পর্যম্ত চলবে সেসব ম্যাচ।

এএইচএস