সফলভাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট শেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশন ইতোমধ্যে স্বাগতিকরা নিজেদের করে নিয়েছে। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমরা যখন ব্যাটে স্বপ্ন দেখাচ্ছেন, সেই সময় তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন এক ঝাঁক স্কুলশিক্ষার্থী।

আজ (৫ এপ্রিল) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে স্কুলের শিক্ষার্থীরা টাইগারদের খেলা দেখতে এসেছেন। কেবল তারাই নন, তাদের সঙ্গে এসেছেন কয়েকজন শিক্ষকও। 

জানা গেছে, মিরপুর ১১ নম্বরে অবস্থিত টুইংকেল কিডস গ্রামার স্কুল ও প্রমিনেট লারনিং কেয়ারের ৫৮ শিক্ষার্থী সাকিব আল হাসানদের খেলা উপভোগ করতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরাও। এছাড়া তাদের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ মোট চার শিক্ষকও এসেছেন। তারা বসেছেন স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারিতে। পরবর্তীতে তারা কথা বলেন ঢাকা পোস্টের সঙ্গে।

জিসান নামের এক শিক্ষার্থী জানান, ‘আমার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। মাঠে এসে সরাসরি তার খেলা দেখতে পারায় খুবই ভালো লাগছে। তাকে ভালো লাগার বড় কারণ ব্যাটে-বলে তার সমান দক্ষতা।’

অন্যদিকে, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলছিলেন, ‘বাচ্চাদের মাঠে আনার উদ্দেশ্য আলাদা অভিজ্ঞতা অর্জন করা। আমরা তো সবাই বাংলাদেশের সমর্থক। আমরাও চাই বাচ্চারা অনুপ্রাণিত হোক, ক্রিকেটকে ভালোবাসুক। এরাও এক সময় বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে। ওরা খুব উৎফুল্ল।’

মাঠে আসার পর সবার সহযোগিতা পাচ্ছেন দাবি করে দেলোয়ার আরও বলেন, ‘এখানে আসার পর স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদের যথেষ্ট সমর্থন দিচ্ছে। প্রচণ্ড রোদের মধ্যে তারা আমাদের ছায়ায় বসার ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে। এমনকি আমাদের টিকিটেরও প্রয়োজন হয়নি।’

এসএইচ/এএইচএস