ধোনির আয়কর ৩৮ কোটি রুপি, বেতনে বড় চমক
সাবেক ভারতীয় অধিনায়ক যেমন আয় করেন, সে অনুসারে করও দেন তেমনই বড় অঙ্কের। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার তিন বছর পেরোলেও, এখনও ধোনির বেতন চমক জাগানোর মতো। অবশ্য ধোনির মাসিক বেতন সম্পর্কে ভ্ক্তদের আগ্রহেরও কমতি নেই। সম্প্রতি আইপিএলে পাঁচ হাজার রান পূর্ণ করা ধোনির বিশাল অঙ্কের আয়কর প্রদানের খবর পাওয়া গেছে। এরই মধ্যে শেষ হওয়া অর্থবছরের জন্য তিনি অগ্রিম ৩৮ কোটি রুপি আয়কর প্রদান করেছেন।
নিয়মিত আয়কর প্রদানের হিসাব অনুযায়ী জানা যায়, গত ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরের জন্য আয়কর বিভাগে কর দিয়েছেন ধোনি। যেখানে উঠে এসেছে তার মাসিক বেতনের পরিমাণ। জান গেছে, তিনি মাসিক ১৩০ কোটি রুপিরও বেশি আয় করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন : ধোনির ব্যাটে মাইলফলকের আলো, গ্যালারিতে ফ্ল্যাশ-লাইটের
এর আগে ২০২০-২১ অর্থবছরে ধোনি প্রায় ৩০ কোটি রুপি আয়কর প্রদান করেছিলেন। ২০১৯-২০ অর্থবছরে দেন ২৮ কোটি। এর আগের বছরেও একই অর্থ আয়কর দেন তিনি। তবে ২০১৬-১৭ অর্থবছরে প্রায় ১১ কোটি জমা দিয়েছিলেন।
— Johns. (@CricCrazyJohns) April 4, 2023
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনও সমান জনপ্রিয় ধোনি। তাকে এখনও ক্রিজে ব্যাট হাতে দেখতে মুখিয়ে থাকেন ভ্ক্তরা। বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় কাটানো ধোনি এবারও খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। অধিনায়কের দায়িত্ব পালন করা এই উইকেটরক্ষক ব্যাটারের এটিই শেষ আইপিএল বলে গুঞ্জন রয়েছে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাইয়ের জয়ের ম্যাচে ধোনি মাঠে নামতেই দর্শকরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। এরপর তিনি খেলেন মাত্র তিন বল। যার দুই বলেই পরপর দুটি ছক্কা হাকান এই হেলিকপ্টার শট বিশেষজ্ঞ। এরপর দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মুহূর্তে স্টেডিয়ামে মোবাইলের ফ্ল্যাশ-লাইট জ্বালিয়ে সেই মুহূর্ত উদযাপন করতে থাকেন তারা।
জানা গেছে, ক্রিকেটের বাইরে জমি এবং ব্যবসা থেকে মোটা অঙ্কের আয় করেন ধোনি। যার কারণে এখনও এককভাবে ঝাড়খন্ডের সর্বোচ্চ করদাতা হিসেবে নিজের নাম লেখাতে পেরেছেন তিনি। ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ধোনি।
এএইচএস