ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি মৌসুমে মাঠে নামতে দেখা যাবে না সাকিব আল হাসানকে। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এমন বাস্তবতায় সাকিবের বিকল্প নতুন বিদেশি খেলোয়াড় দলে টানতে আইপিএল কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় কেকেআর ফ্র্যাঞ্চাইজি।

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির তরফে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

আরও পড়ুন: সাকিবের পথে হাঁটছেন না লিটন, কলকাতাকে যা জানিয়েছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের কারণেই শুধু নয়। এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আছে বাংলাদেশের। সিরিজটা হবে ৭ মে থেকে ১৪ মে। অন্যদিকে আইপিএল শেষ হবে ২৮ মে। তার মানে সাকিব আইপিএলের মাঝের অংশেও খেলতে পারবেন না। সবমিলিয়ে তাই সরে দাঁড়ান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। 

বাংলাদেশ অধিনায়কের পরিবর্তে প্রথম সারির কোনো অলরাউন্ডারকে দলে ভেড়াতে চায় কলকাতা। কে হতে পারেন নাইটদের সম্ভাব্য বিদেশি? তালিকায় সম্ভাব্য হিসেবে উঠে আসছে তিনটি নাম। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল কিংবা লঙ্কান অধিনায়ক ও অলরাউন্ডার দাসুন শানাকা।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দারুণ ফর্মে ছিলেন হেড। আইপিএলেও কলকাতায় সাকিবের বিকল্প হিসেবে আদর্শ হতে পারেন। এছাড়া আরেক দারুণ বিকল্প হতে পারেন লঙ্কান অধিনায়ক শানাকা। যেমন লোয়ার অর্ডারে ব্যাট করে ম্যাচ ফিনিশ করতে পারেন, তেমনই ইদানিং স্লগ ওভারে বলও করছেন।

আরও পড়ুন: ফের বিজ্ঞাপনে জুটি বাঁধলেন সাকিব-শিশির

অন্যদিকে, নিউজিল্যান্ড দলের মিডল-অর্ডারের অন্যতম ভরসা ড্যারিল মিচেল। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৪০-এর ওপরে। সেই সঙ্গে দরকারে বলটাও করে দিতে পারেন।

এফআই