মারাত্মক দুর্ঘটনায় দীর্ঘ দিনের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন ঋষভ পান্ত। যার ধারবাহিকতায় আইপিএল শুরুর অনেক আগেই তাকে না পাওয়ার কথা জানানো হয়। তবে মাঠে না থাকলেও ম্যাচ চলাকালে তার প্রসঙ্গ উঠে আসে অনেকবার। আইপিএলে পান্তের দল দিল্লি ক্যাপিটালসও তাকে মিস করার জানিয়েছে। সাবেক এই অধিনায়কের সম্মানে তাই তো ডাগআউটে পান্তের বড় একটি জার্সি ঝুলিয়ে রেখেছে দলটি। তবে এটি ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের অনুমতি পেলে পান্তকে ডাগআউটেও বসাতে চায় দিল্লি ক্যাপিটালস। দিল্লি যখন পান্তকে ফিরোজ শাহ কোটলায় নিজেদের ডাগআউটে বসানোর অনুমতি চাইছে, বিসিসিআই তখন তার জার্সি ঝুলিয়ে রাখা নিয়ে দলটিকে অন্যরকম নির্দেশনা দিয়েছে।

আরও পড়ুন : যেসব বাংলাদেশির আইপিএল ক্যারিয়ার শেষ ১ ম্যাচেই

খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পান্তের জার্সি ঝোলানোর প্রক্রিয়া এখানেই থামাতে হবে দিল্লিকে। কারণ বিসিসিআই তাদের ডাগআউট থেকে জার্সিটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছে। আইপিএলের একটি সূত্রের বরাতে তথ্যটি জানায় দেশটির সংবাদ সংস্থা পিটিআই।

সংস্থাটি বলছে, বিসিসিআই দিল্লি ক্যাপিটালসকে পান্তের জার্সি ডাগআউটে ঝুলিয়ে না রাখার জন্য অনুরোধ করেছে। এর ব্যাখ্যা হিসেবে তারা জানিয়েছে, জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি শুধু নির্দিষ্ট খেলোয়াড়ের চরম ট্র্যাজেডি বা অবসরের ক্ষেত্রেই হতে পারে। পান্তের ক্ষেত্রে এর কোনোটিই ঘটেনি।

এদিকে, উইকেটরক্ষক ব্যাটার পান্ত কবে নাগাদ মাঠে ফিরছেন সেটি এখনও নিশ্চিত নয়। প্রথম ম্যাচে পান্তের জার্সি ডাগআউটে ঝুলিয়ে রাখা দিল্লি আজ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। নিজেদের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে গুজরাট টাইটানসের। ম্যাচটি মাঠে ফ্র্যাঞ্চাইজিটির ভিআইপি বক্সে বসে দেখার কথা পান্তের।

আরও পড়ুন : ধোনির ব্যাটে মাইলফলকের আলো, গ্যালারিতে ফ্ল্যাশ-লাইটের

আগের আসরের পর এবারও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি। প্রথম ম্যাচের দিন সকালেই বিশেষ বিমানে করে মুস্তাফিজকে নিয়ে যায় তারা। তবে দিল্লি তাকে সেই ম্যাচে নামায়নি। সেই ম্যাচে হেরে যায় রিকি পন্টিংয়ের শিষ্যরা। সাবেক অজি অধিনায়কই ডাগআউটে পান্তের জার্সি ঝুলিয়ে রাখার বিষয়টি নিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে দলটির পরিকল্পনা রয়েছে, এবারের আইপিএলে নিজেদের কোনো একটি ম্যাচে সব খেলোয়াড়েরা পান্তের জার্সি নম্বর (১৭) পরে খেলবেন। সেটি অবশ্য ছোট করে লেখা থাকবে জার্সির কোনো এক জায়গায়।

এএইচএস