গেল কদিনে ক্রিকেট পাড়ার বড় খবর সাকিব-লিটনদের আইপিএল প্রসঙ্গ। যা নিয়ে এতদিন কম জলঘোলা হয়নি। শোনা যাচ্ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই ভারতে উড়াল দেবেন বাংলাদেশি ক্রিকেটাররা। তবে সেসব জল্পনা উড়িয়ে আজ মঙ্গলবার আইরিশদের বিপক্ষে মাঠে নেমেছেন সাকিব-লিটন দুজনই। তবে তার আগে জানা যায়, চলতি আইপিএলে আর দেখা যাচ্ছে না সাকিবকে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা নিশ্চিত আসর থেকে সাকিব নিজের নাম সরিয়ে নিয়েছেন।

অবশ্য সাকিবের পথে হাঁটছেন না লিটন দাস। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সাকিবের মতো লিটনকেও একই প্রস্তাব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু সেটি গ্রহণ করেননি উইকেটকিপার এই ব্যাটার। জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলার বিরতিতে আইপিএল খেলতে চান। সেটা যদি হয়, তাহলে লিটনকে মেরেকেটে আটটি ম্যাচে পেতে পারে কেকেআর।

আরও পড়ুন: আইপিএলে নেচে কত টাকা পান চিয়ারলিডাররা

সাকিব-লিটনকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তাদের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারদের নিতে চায় কেকেআর। তাদেরকে সেই প্রস্তাব জানায় শাহরুখ খানের দল। তবে কলকাতার এমন প্রস্তাব সাকিব গ্রহণ করলেও রাজি হননি লিটন। আইপিএলে প্রথমবার খেলার সুযোগ মিস করতে চান না বাংলাদেশের তারকা।

কেকেআরের জার্সিতে কবে খেলতে পারেন লিটন?

আজ (মঙ্গলবার) থেকে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট শুরু হয়েছে। যদি পাঁচদিন চলে, তাহলে টেস্ট খেলে এসে আগামী ৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে কেকেআরের জার্সি পরে মাঠে নামতে পারবেন লিটন। সেটা না হলেও আগামী ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নামতে কোনো সমস্যা হবে না। আগামী ১৬ এপ্রিল (মুম্বাই ইন্ডিয়ান্স), আগামী ২০ এপ্রিল (দিল্লি ক্যাপিটালস), আগামী ২৩ এপ্রিল (চেন্নাই সুপার কিংস), আগামী ২৬ এপ্রিল (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর) এবং আগামী ২৯ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলতে পারবেন লিটন।

আরও পড়ুন: পিএসএল থেকে চুরি করে আইপিএলে, দাবি পাকিস্তানিদের

তারপর মে'র শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে হবে লিটনকে। যে সিরিজ আগামী ৯ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ মে পর্যন্ত। তারপর গ্রুপ লিগে কেকেআরের একটি ম্যাচই বাকি থাকবে - ২০ মে। অর্থাৎ কেকেআর মেরেকেটে আটটি ম্যাচে লিটনকে পাচ্ছে। তবে লিটন কবে আসবেন, কতদিন থাকবেন, ফের ফিরে আসবেন কি না, সব কিছু নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে। 

এফআই