আইপিএল ইস্যুতে সাকিবকে যে পরামর্শ দিয়েছিলেন পাপন
সাকিব আল হাসানের আইপিএল ইস্যুতে একের পর এক খবর। সবশেষ আজ সোমবার জানা গেল সাকিব চলতি আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স চায় দলে পুরো সিজনের জন্য বিদেশি কোনো ক্রিকেটারকে। যে কারণে সাকিবকে অনুরোধ করেছিল দলটি, আর সাকিবও তাতে সায় দিয়েছেন।
এদিকে সাকিবের আইপিএল ছাড়ার খবর গণমাধ্যমে আসার আগে থেকেই জানতেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির চাওয়া ছিল, সাকিব যেন আইপিএলে খেলেন।
বিজ্ঞাপন
দেশের একটি গণমাধ্যমকে সাকিবের আইপিএল না যাওয়া প্রসঙ্গে পাপন বলেছেন, 'খেললে ভালো হতো নাকি খারাপ হতো জানি না। তবে গতকাল পর্যন্তও জানতাম ওরা যাবে। যখন যাওয়ার কথা তখনই যাবে। এরপর ইংল্যান্ডে টিমের সাথে ৫ তারিখ যুক্ত হওয়ার কথাও ছিল।'
'গতকাল হঠাৎ সাকিব আমাকে বললো, ও হয়তো যাবে না। আজকে যখন হোটেলে গেলাম তখন বললো, ও যাচ্ছে না। চিঠি দিয়ে এরইমধ্যে জানিয়ে দিয়েছে। আমি বললাম, যাচ্ছো না কেন? যাও! বললো, না, যাবে না।'-তিনি আরও যোগ করেন।
এসএইচ/এইচজেএস