রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছিলেন রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ম্যাচ খেলার ডাবল সেঞ্চুরি করা অধিনায়কদের মধ্যে রোহিতই সবচেয়ে কম দলের হয়ে নেতৃত্ব দিয়েছেন। মাত্র দুই দলের হয়েই দুই শত টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি। ভারত জাতীয় দল এবং আইপিলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। 

শুরুর মাইলফলকের পর শেষটা রাঙাতে পারলেন না রোহিত। বরং নিজের করা লজ্জার একটি রেকর্ড এবার নিজেই ভাঙলেন। রোববার (৩ এপ্রিল) বেঙ্গালুরুর বিপক্ষে জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি। ১০ বলে এক রান করে আকাশদীপের বলে আউট হয়ে যান।

তাতেই লজ্জার নজির হওয়া সারা। পরিসংখ্যান অনুযায়ী, আরসিবির বিপক্ষে রোহিত যে ইনিংস খেললেন, তা আইপিএল অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটের তালিকার শীর্ষে ওঠে এসেছে। অভিশপ্ত তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও আছে রোহিতের দুটি ইনিংস।

আরও পড়ুন: আইপিএলে যেভাবে ‘‌ইম্প্যাক্ট প্লেয়ার’ কার্যকর হয়

এদিকে, আরসিবির বিপক্ষে হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নেন রোহিত। তিনি জানান, চিন্নস্বামীর পিচ ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। কিন্তু প্রথম ছয় ওভারে তারা ডুবিয়ে দিয়েছে। যে ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি। তবে রোহিতের বক্তব্য, এত খারাপ দিনেও তারা ১৭১ রান তুলে ফেলেছেন। তাহলে ভালো দিনে কী হবে, সেটা ভাবার পরামর্শ দিয়েছেন রোহিত।

আইপিএলে অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেট (এক থেকে সাতের মধ্যে ব্যাটিং)

রোহিত : ১০ বলে এক রান, স্ট্রাইক রেট ১০, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০২৩।
রোহিত : ১৩ বলে দুই রান ,স্ট্রাইক রেট ১৫.৩৮, বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২২।
রোহিত : ১২ বলে তিন রান, স্ট্রাইক রেট ২৫, বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২২।

এফআই