তিন মাস আগে পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব পান দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার আগমনের পর থেকেই প্রতিটি বিভাগে ব্যাপক পরিবর্তন আনা হয়। তখন থেকেই ঘোষণা দেওয়া হয় বাবর আজমদের কোচিং প্যানেল পরিবর্তনের। তাদের প্রধান লক্ষ্য ছিল ২০১৬ সাল থেকে তিন বছর মেয়াদে প্রধান কোচের দায়িত্বে থাকা মিকি আর্থারকে আবারও পাকিস্তানে ফেরানো। তবে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের দায়িত্বে থাকায় এতদিন পর্যন্ত সাড়া মেলেনি আর্থারের। অবশেষে তাকে রাজি করিয়েছে পাকিস্তান।

দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার এবার আর প্রধান কোচ হিসেবে নয়, তিনি পাকিস্তান ক্রিকেটের কনসালটেন্ট টিম ডিরেক্টর হিসেবে কাজ করবেন। ইতোমধ্যে তার সঙ্গে আলোচনা করেছে পিসিবি। তবে আর্থারকে তারা আবারও প্রধান কোচ হিসেবে পেতে চায়। এজন্য বিষয়টি তাকে মানানোর চেষ্টা চলছে। সাবেক এই পাকিস্তানি কোচও বাবর আজমদের সঙ্গে কাজ করার ব্যাপারে বেশ উত্তেজিত।

পাকিস্তানের সঙ্গে নতুন এই প্রজেক্ট সম্পর্কে আর্থার জানান, ‌‌‘পাকিস্তান আমার কাছে অনেক প্রিয়। সেজন্য তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। তবে ডার্বিশায়ারও ‍গুরুত্বপূর্ণ। যা ইতোমধ্যে পিসিবি প্রধান নাজাম শেঠিকে জানিয়েছি। এখানে আমার সঙ্গে ডার্বিশায়ারের চার বছরের চুক্তি রয়েছে, এর মধ্যে মাত্র এক বছর কাটিয়েছি। সে কারণে পিসিবিকে আমি নিজের দিক থেকে সম্ভাব্য প্রস্তাব এবং শিডিউল দিয়েছি।’

পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলেন, ‘আমার সঙ্গে তাদের সব সময় যোগাযোগ হয়। তাদের আমি চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। এর আগে আমি তাদের যুবক হিসেবে পেয়েছিলাম। তাদের সবাইকে এক করতে আমি মুখিয়ে আছি। আশা করি পাকিস্তান ও ডার্বিশায়ারের সঙ্গে এই যৌথ যাত্রা বেশ রোমাঞ্চকর হবে।’

এরপর মজার ছলেই আর্থার বলেন, ‘এখন তারা ইগো-সম্পন্ন পুরুষে পরিণত হয়েছে।’

আগামী মাসে আর্থার পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তবে এখনও নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি।

এএইচএস