আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মুশফিকুর রহিম। ৬০ বলে করা সেই সেঞ্চুরি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম। অবশ্য এমন ইনিংস খেলার পরই আইসিসি থেকে সুখবর পেলেন অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার। 

বুধবার (২২ মার্চ) আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মুশফিক। রেকর্ড সেঞ্চুরির পর অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার ওঠে এসেছেন ১৮তম স্থানে।  বাংলাদেশের ব্যাটারদের মাঝে সেরা অবস্থানে রয়েছেন মুশফিক।

অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই ব্যর্থতার বৃত্তে আটকা তামিম ইকবাল। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ওপেনার। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ রানে আউট হওয়া ওপেনার দ্বিতীয় ওয়ানডেতে করেন ২৩। এমন পারফরম্যান্সের পর ব্যাটারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়েছেন তামিম। বর্তমানে ২২তম স্থানে রয়েছেন টিম টাইগার্সের ওয়ানডে অধিনায়ক।

এদিকে, লিটন দাস, সাকিব এবং শান্ত দারুণ ব্যাটিং করলেও তাদের র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া অভিষেকে ৯২ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় পরের ম্যাচে ৪৯ রান করলেও সেরা একশতে প্রবেশ করতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মাঝেও তেমন কোনো পরিবর্তন নেই। আগের মতোই বাংলাদেশের পক্ষে শীর্ষে থাকা সাকিব রয়েছেন ৬ নম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে এখনও মাঠে না নামা মেহেদি হাসান মিরাজ রয়েছেন ১৬ নম্বরে।

এসএইচ/এফআই