টি-টোয়েন্টিতে বাংলাদেশের যত বাংলাওয়াশের কীর্তি
বাংলাদেশের কমফোর্ট ফরম্যাট বলতে গেলে ওয়ানডের নামই আসবে সবার আগে। কালেভদ্রে টি-টোয়েন্টি কিংবা টেস্ট ম্যাচে জয়ের দেখা মেলে। তবে সেসব পরিসংখ্যান ছাপিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের (হোয়াইটওয়াশ) স্বাদ দিল টিম টাইগার্স।
টানা দুই জয়ের পর মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে হারিয়ে ষোলকলা পূর্ণ করে সাকিব বাহিনী। যে সংস্করণে অবস্থান সবচেয়ে নড়বড়ে, সেই টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেল লাল-সবুজের দল।
বিজ্ঞাপন
পরিসংখ্যান বলছে, ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে প্রতিপক্ষকে এখন পর্যন্ত মোট ২২ বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। নিজেদের শক্তির জায়গা ওয়ানডেতে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ ১৬ বার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দিল লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে, টেস্টে তিনবার এবং টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবার সেই কীর্তি গড়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে যত বাংলাওয়াশের কীর্তি
সাল | প্রতিপক্ষ | ব্যবধান |
২০১২ | আয়ারল্যান্ড | ৩-০ |
২০২০ | জিম্বাবুয়ে | ২-০ |
২০২২ | আরব আমিরাত | ২-০ |
২০২৩ | ইংল্যান্ড | ৩-০ |
এফআই