উমর গুলের স্থলাভিষিক্ত হলেন হামিদ
আফগানদের কোচিং প্যানেলে উমর গুলের স্থলাভিষিক্ত হলেন হামিদ। চলতি বছরের শুরুতে সাবেক পাকিস্তানি পেসারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি)। বোর্ড কেবলমাত্র তাদের প্রধান কোচ জোনাথন ট্রট এবং ফিল্ডিং কোচ রায়ান ম্যারোনের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।
চলতি মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। তার আগেই আফগানদের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক পেসার হামিদ। তার সঙ্গে এক বছরের চুক্তি করেছে এসিবি।
বিজ্ঞাপন
চোটে পড়ার আগে, হামিদকে আফগানিস্তানের সবচেয়ে দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হতো। তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ বিশ্বকাপে এবং সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ বিশ্বকাপে। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৮ ওয়ানডেতে ৫৯টি এবং ২৫ টি-টোয়েন্টিতে ৩৫টি উইকেট পেয়েছেন সাবেক এই পেসার।
এবার জাতীয় দলের সঙ্গে নতুন পথচলা শুরুর অপেক্ষা হামিদের। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ সিরিজ খেলেছে আফগানিস্তান, যা জিতেছে ২-১ ব্যবধানে। শারজাহয় পাকিস্তানের বিপক্ষে তাদের আসন্ন সিরিজ শুরু হবে আগামী ২৫ মার্চ।
এইচজেএস