তাসকিনের থেকে শিখেছেন আর্চার-উডরা
প্রায় ৭ বছর পর আবারো বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকায় এসেছে ইংল্যান্ড দল। ইতোমধ্যে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে জস বাটলারের দল। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে মিরপুরের উইকেটে ইংল্যান্ড দলের পেসাররা শেখার চেষ্টা করেছেন তাসকিন আহমেদের থেকে।
সাম্প্রতিক সময়ে বল হাতে দুর্দান্ত টাইগার পেসার তাসকিন। তার ছাপ রেখেছিলেন প্রথম ওয়ানডেতেও। ৮ ওভার বল করে ২৬ রান খরচ করে শিকার করেছিলেন ১ উইকেট। তৃতীয় ওয়ানডে ম্যাচের আগের দিন রোববার সাগরিকায় সংবাদ সম্মেলনে তাইতো ইংলিশ পেসার মার্ক উড করলেন তাসকিনের প্রশংসা।
বিজ্ঞাপন
উড বলছিলেন, 'তাসকিন খুবই চিত্তাকর্ষক। আমি মনে করি সে শুধু আমাকে নয় সবাইকে মুগ্ধ করেছেন। পুরো দল বলেছে সে কতটা ভালো বোলিং করেছে এবং সে দ্রুত বোলিং করেছে, ভালো লেন্থে রেখেছে। আমাদের প্রথম খেলায় সে আমাদের সিমারদের দেখিয়েছিল কোথায় বল করতে হবে।'
উড যোগ করেন, 'আমি, জোফরা এবং ওকস তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি। সে যে জায়গায় বল করেছে, আমাদের চাপে রেখেছে। শুধু উইকেট নেওয়াই নয়, রানটাও আঁটসাঁট করে রেখেছিল সে। দুর্দান্ত ব্যাটাররা বলেছে যে সত্যিই সে দারুণ পারফর্ম করেছে। আমি তার খারাপ করতে দেখতে চাই না, আশা করি সে প্রচুর উইকেট নেবে।'
এসএইচ/এইচজেএস