প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল : তামিম
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত দুটি ম্যাচেই টস জিতে বাংলাদেশ। প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে স্বল্প পুঁজি গড়েন তামিম ইকবালরা। সেই ম্যাচে আরও কিছু রান হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। সেজন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসের পর ফিল্ডিংয়ের সিদ্ধান্তে প্রশ্ন তৈরি হয়। কিন্তু তামিমের মতে, প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল।
সিরিজ হারানোর পর সংবাদ সম্মেলনে এসেছিলেন স্বাগতিক অধিনায়ক তামিম। সেখানে টস প্রসঙ্গে তিনি বলছেন, ‘সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু বোলাররা পরিকল্পনামাফিক ভালো বল করতে পারেননি। প্রতিপক্ষ অধিনায়ক কী বলেছে তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। সে (জস বাটলার) হয়তো বলেছে আগে ব্যাট করতে চেয়েছিল। আমিও অনেক সময় টস হেরে এমন কথা বলেছি। এটি আমার কাছে তেমন চিন্তার কিছু নয়।’
বিজ্ঞাপন
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যেখানে টসে জয়লাভ করে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে তামিমের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে ইংলিশ ব্যাটাররা। কেননা নির্ধারিত ওভার শেষে তারা করেছিলেন পাহাড়সম রান। তবে তামিম বলছেন ফিল্ডিং নেওয়ায় ঠিক ছিল।
সিরিজ খোয়ানোর পর অধিনায়কের কাঠগড়ায় দলের বোলাররা। জানালেন ঠিক জায়গায় বল করতে না পারলে মার খেতেই হবে, ‘আমি ও আমার ম্যানেজমেন্টের মনে হয়েছে, উইকেট কিছুটা চিটচিটে এবং এটি তা-ই ছিল। তবে যতই চিটচিটে ভাব থাকুক অথবা সাহায্য থাকুক, যদি আপনি ঠিক জায়গায় বোলিং না করেন তাহলে আপনাকে মার খেতেই হবে।’
একইসঙ্গে ম্যাচ হারলেও তামিম ইংলিশ ব্যাটারদের কৃতিত্ব দিতে ভুলেননি, ‘ওরা যেভাবে খেলেছে, কৃতিত্ব দিতেই হবে। ওরা সুযোগ নিয়েছে। সুইপ খেলেছে, রিভার্স সুইপ খেলেছে। এগুলো কাজে লেগেছে। ওদেরকে কৃতিত্ব দিতে হবে।’
এসএইচ/এএইচএস