বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। আর সে কারণেই দেশজুড়ে সাকিবের ভক্তসংখ্যাও অগুণিত। প্রতি ম্যাচেই দেশের দূরদূরান্ত থেকে সাকিবকে সমর্থন দিতে ছুটে আসেন সেসব দর্শক-সমর্থকরা। তেমন দৃশ্যই আবারও দেখা গেল শুক্রবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। 

'ভয়েস অব সেভেন্টিফাইভ' নামের একটি গ্রুপ থেকে এদিন ৩৩ জন সমর্থক সাকিবকে সমর্থন দিতে মাঠে হাজির হয়েছে। কেউ সিলেট, কেউ ময়মনসিংহ কেউ আবার ফেনী কিংবা খুলনা থেকে এসেছেন। গায়ে পিংক কালারের জার্সিসহ বাংলাদেশের পতাকা হাতে এসব ভক্তরা মাঠে প্রবেশ করেন। 

রিয়াদ হোসেন নামের একজন ভক্ত অনুভূতি প্রকাশ করে বলেন, 'সব মসময় সাকিব ভাইয়ের সঙ্গেই থাকি। তার খারাপ কিংবা ভালো সময়ে। চেষ্টা থাকে মাঠে এসে ভাইকে সমর্থন দিতে।'

সানাউল আজিম নামের আরেক ভক্ত বলেন, 'সাকিব ভাই এমন একটা নাম যাকে কোটি কোটি ভক্ত ভালোবাসতে বাধ্য। আমরা সবসময় চেষ্টা করি সাকিব ভাইকে সমর্থন যোগাতে।'

এদিকে ময়মনসিংহ থেকে ছুটে আসা আফফান উসামা বলেন, 'আমরা আজকেই এসেছি ঢাকায়। বাংলাদেশের খেলার পাশাপাশি সাকিব ভাইকে সমর্থন দিতে। আমাদের এমন সাপোর্ট সবসময় অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই ভক্ত।'

এসএইচ/এফআই