জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ
উইকেটের ওপর সাকিবের করা আর্ম বলে সুইপ করতে গেলেন জেসন রয়, বল খানিকটা নিচু হওয়ার কারণে পুরোপুরি মিস করলেন এই ওপেনার। আর তাতে সাকিবের আবেদনে আঙ্গুল তুলতে খুব বেশি সময় নেননি আম্পায়ার। এরপর অপরপ্রান্তে থাকা জস বাটলারের সঙ্গে আলোচনা করলেও রিভিউ নেননি রয়।
সাজঘরে ফেরার আগে ১২৪ বলে ১৩২ রান এসেছে রয়ের ব্যাট থেকে। ১৮ চারের সঙ্গে এক ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এর আগে তিনি শতক পূর্ণ করেন ১০৪ বলে।
বিজ্ঞাপন
রয়ের বিদায়ের পর উইকেটে আসেন উইল জ্যাকস। তবে সুবিধা করতে পারেননি এই মিডল অর্ডার ব্যাটার। তাসকিনের করা লোয়ার বাউন্সারে মিডউইকেটে সাকিবের হাতে ধরা পড়েন তিনি। ৪ বল খেলে তিনি নামের পাশে যোগ করেত পেরেছেন কেবল ১ রান।
পরপর দুই ওভারে দুই ব্যাটারকে ফিরিয়ে আপাতত ম্যাচে ফিরেছে বাংলাদেশে। ৩৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান তুলেছে ইংল্যান্ড। ৪২ রান নিয়ে উইকেটে আছেন বাটলার। তার সঙ্গী মঈন আলি।
এইচজেএস