ছবি: সংগৃহীত

টেস্টে ২৪,ওয়ানডেতে ৫৯ আর টি-টোয়েন্টিতে ১১৬ সবমিলিয়ে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশের হোম অব ক্রিকেট। আজ তামিম ইকবাল যখন কয়েন আকাশে ছুঁড়েন তখন বাংলাদেশ দলও একটা রেকর্ড গড়ে। এই ম্যাচ দিয়ে মিরপুরে ওয়ানডে ম্যাচের সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশ। 

মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ এবং বাংলাদেশ ওয়ানডে দলের পরিসংখ্যানে চোখ বুলালে আরও একটা জায়গায় আপনার চোখ আটকে যাবে। ২০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে ষষ্ঠ ভেন্যু দেশের হোম অব ক্রিকেট। অন্যদিকে এক ভেন্যুতে কোনো দলের ১০০ ওয়ানডে খেলার রেকর্ডেও ষষ্ঠ মিরপুর। 

২০০৬ সালের ৮ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সেই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে অপরাজিত ৩১ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট শিকার করেছিলেন সাকিব আল হাসান। মজার ব্যাপার হচ্ছে মিপুরের ডাবল সেঞ্চুরিতেও সাক্ষী এই অলরাউন্ডার।

মিরপুর আন্তর্জাতিক ম্যাচের তিন অঙ ছুঁয়েছে বছর সাতেক আগেই। ২০১৪ সালের ৩০ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে। আর ওয়ানডেতে সেঞ্চুরি দেখে ২০১৮ সালে। ১৭ জানুয়ারির সেই ম্যাচেও মাঠে ছিল না বাংলাদেশ। মুখোমুখি হয়েছিল ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের অন্য দুই দল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।  

এদিকে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ভেন্যুতে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে প্রথম চারজনই বাংলাদেশের। 

এছাড়াও বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম আজ খেলবেন ৪২৭তম ম্যাচ।

এইচজেএস